নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৬ জুলাইঃ ক্রমশ বাড়ছে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা। আর সেই কারনেই পুরো ডাবগ্রাম বিধানসভা এলাকায় সম্পূর্ন লক ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার এখবর জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক গৌতম দেব।
এদিন গৌতমবাবু বলেন, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই কথা মাথায় রেখে রবিবার সন্ধ্যা ৬ টা থেকে ৩০ তারিখ রাত ১০ টা পর্যন্ত পুরো ডাবগ্রাম বিধানসভা এলাকাকে লক ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বিধানসভা এলাকার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার সংযোজিত ১৪ টি ওয়ার্ডে লক ডাউন যেভাবে চলছে তা সেভাবেই চলবে। তাই এই সময়ে এই বিধানসভা এলাকার প্রত্যেক জনগনকে লকডাউন মেনে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন গৌতম দেব।