নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনেও শহরের নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ করতে দেখে সশরীরে কাছে গিয়ে সাফাই কর্মীদের ধন্যবাদ জানালেন পুলিশ সুপার সুমিত কুমার। রাস্তার ধারে আবর্জনা পরিষ্কার করতে করতে আচমকাই জেলার সর্বোচ্চ পুলিশ আধিকারিকের কাছ থেকে ধন্যবাদ পেয়ে উৎসাহিত হলেন রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা।
লকডাউনে শুনশান রাস্তাঘাট, বাড়িতে ঘরে বসেই দিন কাটাচ্ছেন মানুষ। কিন্তু কিছু মানুষ আছেন যাঁরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। সম্পূর্ণ লকডাউনের দিনেও রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা শহরের জঞ্জাল আবর্জনা পরিষ্কারের কাজ করে চলেছেন। রাস্তায় টহলদারিতে বেড়িয়ে তাদের এই সেবামূলক কাজ দেখে ধন্যবাদ জ্ঞাপন করলেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার। সুমিত কুমার সহ অন্যান্য পুলিশ কর্মীরা করতালির মাধ্যমে ধন্যবাদ জানালেন সাফাই কর্মীদের। এভাবে জেলার একজন সর্বোচ্চ পুলিশ আধিকারিকের কাছ থেকে তাদের কাজের জন্য ধন্যবাদ পেয়ে আপ্লুত রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা। লকডাউন সফল করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে টহলদারিতে সদলবলে বেরিয়েছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ ডিএসপি প্রসাদ প্রধান এবং রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা। রায়গঞ্জ শহরের রাজপথ দিয়ে টহলদারিতে চলার পথে পুলিশ সুপার সুমিত কুমারের চোখ পড়ে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই লকডাউনেও নিরলস পরিশ্রম করে চলেছেন সাফাই কর্মীরা। তাদের এই কাজে আরও উৎসাহিত করতে তাদের কাছে গিয়ে ধন্যবাদ জানানোর পাশাপাশি করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান পুলিশ সুপার সুমিত কুমার।