নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি জেলার ক্রান্তির চ্যাংমারিতে সোমবার সন্ধ্যেবেলায় নৌকা ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ হয়েছিলেন। তারা চ্যাংমারি থেকে তিস্তার চর চাপাডাঙ্গিতে চড়ে বেড়ানো গবাদিপশু আনতে গিয়েছেলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।সেই গবাদিপশু নিয়ে ফেরার সময় নৌকাটি উলটে যায় বলে স্থানীয় সূত্রের খবর।এরপর জলপাইগুড়ি জেলা প্রশাসন নৌকাডুবির ঘটনায় ওই ৭ জনকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেসকিউ টিম পাঠায়। ঘটনাস্থলে পৌছয় ক্রান্তি ফাঁড়ির পুলিশ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত ১১ টা নাগাদ ঘটনাস্থলে পৌছন পর্যটন মন্ত্রী গৌতম দেব। নৌকাডুবির ঘটনায় ৭ জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গৌতম দেব।নৌকাডুবির পর ওই ৭ জনই সাঁতরে চাপাডাঙার পাড়ের দিকে যান এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পাড়ে ওঠেন। তারা সুস্থ আছেন বলেও জানিয়েছেন পর্যটন মন্ত্রী। খবর লেখা পর্যন্ত তারা চাপাডাঙ্গির তিস্তার চরেই একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে।এই নৌকাডুবিতে বড় কোন অঘটন না ঘটলেও, এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে, তিস্তার চর এলাকার নৌকাগুলিতে লাইফ জ্যাকেট দেওয়ার জন্য দু-একদিনের মধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।