নিজস্ব সংবাদদাতা ঃ চলছে অবিরাম বর্ষণ। বৃষ্টি যেন থামার নামই করছে না। একটানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর এলাকার কিছু পাড়া জলমগ্ন হয়ে পড়েছে। বিধান নগরের রবীন্দ্রপল্লী এলাকার কিছু বাড়ি জলমগ্ন। শিলিগুড়ি শহর ছাড়াও মহকুমার মাটিগাড়া, নকশালবাড়ির বিভিন্ন স্থানে জল জমেছে।
ব্যাপক বৃষ্টিপাতের কারণে জল জমেছে শিলিগুড়ি শহরের পার্শ্ববর্তী ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতেও। একদিকে চলছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মাটিগাড়া সহ বিভিন্ন এলাকায় লকডাউন। কর্মহীন হয়ে ঘরবন্দী অনেকেই। কর্মহীন হয়ে থাকাতে চলছে অর্থনৈতিক সংকট। আর তার মাঝেই এমন বৃষ্টিপাতের ফলে বিভিন্ন বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় ক্ষতি হয়েছে ব্যাপক। রান্নার সরঞ্জাম থেকে শুরু করে খাদ্য পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন নদীর জল বেড়ে যাওয়ায় কৃষি জমিতে জল ঢুকে গিয়েছে, আর তার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক সমস্যার মাঝে এই বিপদ এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকার বাসিন্দাদের।