নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করল আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র অধিরাজ কার্জি।
আলিপুরদুয়ার জেলা শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা অশ্বিনীকুমার কাজী ও ঝরনা কাজির পুত্র অধিরাজ কাজী ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করেছে। অধিরাজ কারজি বলে, সে পরীক্ষার অনেক আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল । একই সাথে দিনে ১২ ঘণ্টা করে রুটিন পড়াশোনা করত। তার ফলেই সে এত ভাল নম্বর পেয়েছে। বাবা অশ্বিনীকুমার কারজি ও মা ঝরনা কার্জি জানান, শুক্রবার দুপুরে কলকাতা বিকাশ ভবন থেকে ফোন করে তাদের ছেলের খোঁজখবর নেওয়া হয় এবং তাদেরকে জানানো হয় যে তাদের ছেলে ভালো নম্বর পেয়েছে। যদিও একথা বিশ্বাস করতে পারেননি অধিরাজ কাজির মা ঝরনা কাজি। তারপর অনলাইনে ছেলের রেজাল্ট দেখার পর খুশির হওয়া পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে।