নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ করোনার মতো মহামারীর হাত থেকে বাঁচাতে ফের রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেলো জলপাইগুড়ির পুলিশকে । গত বুধবার বিকেল ৫টা থেকে ১৯তারিখ রাত ১২টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন শহরের পাশাপাশি জলপাইগুড়ি শহরকেও লকডাউন ঘোষনা করেছে রাজ্য সরকার।
অভিযোগ, লকডাউন ঘোষনার পরেও কোনো হেলদোল নেই শহরের মানুষের। বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ ঘোরাঘুরি করছে। বাধ্য হয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ অফিসার কে.টি লেপচার নেতৃত্বে একটি টিম শহরের রাস্তায় রাস্তায় ঘুরে যে সমস্ত দোকাল খোলা ছিল সেগুলিকে বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার ।রাস্তায় প্রচুর ই-রিক্সা চলতে থাকায় সেইসব ই-রিক্সাকে আটকে পুলিশ তাদের রাস্তায় বের হতে নিষেধ করে। এদিন সচেতন বা সাবধান করা হলেও আগামীদিনে সরকারি নির্দেশ মেনে লকডাউন না মানলে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।