নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃজলপাইগুড়ির সুনীতি বালা সদর গার্লস বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া সরকার মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য নবম স্থান দখল করে নিল।
করোনা আবহের মধ্যেও প্রত্যাশা পূরন, দাবি ছাত্রীর। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে প্রকাশ করে ওই ছাত্রী। জলপাইগুড়ি সুনীতিবালা গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রেয়া সরকার। জলপাইগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পান পাড়ার বাসিন্দা সে। মাধ্যমিকের মেধা তালিকায় ৬৮৪ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে শ্রেয়া। শ্রেয়া জানিয়েছে, তার হবি গল্পের বই পড়া, শরৎচন্দ্রের লেখা তার খুব প্রিয়। এছাড়াও দিনে মোট ছয় থেকে আট ঘণ্টা পড়াশোনা করত সে। এই আগামীতে মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর ।