নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ করোনা থেকে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের রক্ষা করতে জলপাইগুড়ির সমস্ত ব্যবসায়ী সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করলো জলপাইগুড়ি পুরসভা।ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়েছে এদিন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি শহরে ভয়াবহ আকার নিচ্ছে করোনা। করোনার এই চেন ভাঙতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। আজ জলপাইগুড়ির সমস্ত ব্যবসায়ী সংগঠনের সদস্যদের নিয়ে জলপাইগুড়ি পুরসভার মিটিং হলে বৈঠক করেন প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল ও বোর্ডের সদস্যরা।করোনা রুখতে কি কি করা যায় সেই বিষয়ে মতামত নেওয়া হয় ব্যবসায়ী সংগঠনের সদস্যদের থেকে। ব্যবসায়ীরা করোনা রুখতে শহরে লকডাউনের পক্ষে মত দিয়েছেন। এছাড়াও ব্যবসায়ীরা জানিয়েছেন, পুরসভা করোনার প্রকোপ থেকে শহরের বাসিন্দাদের রক্ষা করতে যে পদক্ষেপ নেবে আমরা তাতেই রাজি আছি। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, ব্যবসায়ীরা আমাদের বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। আমরা মঙ্গলবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেবো।