নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ শিলিগুড়িতে ক্রমেই উর্ধমুখী করোনা সংক্রমণ।বিশেষ করে আনলক পর্ব শুরু হতেই সংক্রমণের গ্রাফ চড়তে শুরু করেছে বলেই মন্তব্য করলেন রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটির সদস্য ডাঃঅভিজিৎ চৌধুরী।শিলিগুড়িতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ডাঃ অভিজিৎ চৌধুরীর কথায়,শিলিগুড়িতে দূর্ভাগ্যজনকভাবে করোনা সংক্রমন বাড়ছে।তবে বোঝা যাচ্ছে আরও কিছুদিন বাড়বে,তবে এই কিছু দিনটা কত দিন তা বলতে গেলে জ্যোতিষী হতে হবে,সেটা আমি হতে পারব না।বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরিকালীন বৈঠক সারেন রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটির সদস্য অভিজিৎ চৌধুরী।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,করোনা পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীদের সমস্যা সমাধানে একটি হেল্পলাইন চালু করা হবে।করোনা উইনার অ্যাসোসিয়েটের সদস্যরাই এই হেল্পলাইন নম্বরটি পরিচালনা করবেন।পাশাপাশি কলকাতার পোর্টাল থেকে সহায়তা করা হবে।এছাড়াও শিলিগুড়িতে একটি কো-অর্ডিনেশন টিম গঠন করা হয়েছে যেখানে ডাঃ কল্যান খান,ডাঃ অনির্বাণ রায়, ডাঃ আনন্দ বোস ছাড়াও আরও চারজন চিকিৎসক রয়েছেন।
ডাঃ অভিজিৎ চৌধুরী বলেন,যাদের হাই ডায়াবেটিস,হাইপার টেনশন এবং অন্যান্য রোগ রয়েছে তারাই বেশি করোনায় মারা যাচ্ছেন।সেক্ষেত্রে তাদের বেশি সতর্ক থাকা দরকার।তিনি আরও বলেন,করোনা সংক্রমন আনলকের পরেই বেড়েছে।মাস্ক,সামাজিক দূরত্ব একমাত্র উপায় করোনার প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার।তবে সরকারের স্বাস্থ্যবিধি তেমন কেউই মেনে চলছে না।তাই করোনা সংক্রমণ বাড়ছে বলেই মনে করছেন তিনি।