নিজস্ব সংবাদদাতা ঃ আয় বাড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন নিগমের আরও ৫ টি পর্যটক আবাস খুলে দিলো পর্যটন দপ্তর।
আনলক-১ চালু হওয়ার পর গত মাসের ৮ তারিখ থেকে প্রথম দফায় দক্ষিণবঙ্গের ৪ টি এবং উত্তরবঙ্গে ১ টি পর্যটক আবাস খুলে দিয়েছিলো রাজ্য পর্যটন দপ্তর। খুলে দেওয়া হয়েছিল, ডুয়ার্সের টিলাবাড়ি, শান্তিনিকেতনের রঙ্গবিতান, পশ্চিম বর্ধমানের মাইথন, ডায়মন্ডহারবারের সাগরিকা এবং বিষ্ণুপুর। রাজ্যের আয় আরও বাড়াতে আনলক-২ এ রাজ্য পর্যটন নিগমের আরও ৫ টি পর্যটক আবাস খুলে দেওয়া হল বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। বকখালি, দিঘা, ঝাড়গ্রাম, ব্যারাকপুর এবং কালিম্পঙের মরগান হাউস ১ লা জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী।