নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ হারিয়ে যাওয়া ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় সামগ্রী ফেরত পেলেন জলপাইগুড়ির এক ব্যবসায়ী। বুধবার ওই ব্যবসায়ীকে টাকা তুলে দিলেন কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকেরা৷ হারিয়ে যাওয়া টাকা ও নথি পেয়ে খুশি ব্যবসায়ী।
বুধবার ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তুলেছিলেন শিল্প সমিতি পাড়ার ব্যবসায়ী মনোজ জয়সওয়াল। টাকা তুলে কদমতলা দিয়ে যাওয়ার সময় কোন কারণে টাকা ভর্তি ব্যাগটি তার রাস্তায় পড়ে যায়। অনেক খোঁজ করেও ওই ব্যাগের সন্ধান পাননি তিনি। এদিকে কোতোয়ালি থানার পুলিশের দাবি এদিন কদমতলা এলাকায় টহল দিচ্ছিলেন থানার অপরাধ দমন শাখার ওসি শঙ্কর দাস। সেই সময় টাকা ভর্তি ব্যাগটি হাতে পান তিনি। ব্যাগ খুলে দেখেন টাকা ও প্রয়োজনীয় নথি। এদিকে ওই ব্যবসায়ী ব্যাগ খোয়া যাওয়া নিয়ে থানায় অভিযোগ জানতে আসেন। এরপর ডিএসপি (হেড কোয়াটার), আই সি বিশ্বাশ্রয় সরকার ও শঙ্কর দাস ওই ব্যবসায়ীর হাতে টাকা ও প্রয়োজনীয় নথি তুলে দেন।