নিজস্ব প্রতিবেদনঃ স্কুল স্তরের ফুটবল সুব্রত কাপের জাতীয় স্তরে উঠে আসছে শিলিগুড়ি জংশন বানীমন্দির স্কুলের ছাত্ররা। বানীমন্দিরের ছাত্রদের জাতীয় স্তরের ফুটবলে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন ওই স্কুলেরই ক্রীড়া শিক্ষক সুদীপ্ত কুমার জানা।
সোমবারই বানী মন্দির রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র ফারমান আনসারির জন্য বরাদ্দ ২৫ হাজার টাকার স্কলারশিপের টাকা স্কুলে এসে পৌচেছে। সেই চেক এদিনই ফারমানের হাতে তুলে দেওয়া হয়। ২০১৯ সালে সুব্রত কাপে জাতীয় স্তরে খেলেছিলো ফারমান।দশম শ্রেনীতে পড়ে ফারমান। এর আগে ২০১৮ সালে ওই স্কুলেরই ছাত্র জয়দীপ চন্দ্র দাস ২৫ হাজার টাকার স্কলারশিপ পেয়েছিলো। সুব্রত কাপ কমিটি জাতীয় স্তরের স্কুল ফুটবলে ভালো দক্ষতা প্রদর্শনের জন্য এই স্কলারশিপ প্রদান করে দেশের বিভিন্ন প্রান্তে।এর মাধ্যমে প্রতিভাবান স্কুল ফুটবলাররা উৎসাহিত হয়। সেই হিসাবে বানীমন্দির স্কুল এবং তাদের ক্রীড়া শিক্ষক সুদীপ্ত কুমার জানাও সুনাম অর্জন করেছেন।