নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ শিলিগুড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শিলিগুড়িতে করোনা সংক্রমণ ও মৃত্যুর জেরে বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জরুরি বৈঠকে করেন স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকেরা। করোনায় মৃত্যু মোকাবিলায় বিশেষজ্ঞ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
এবার পরিস্থিতি মোকাবিলায় আগামী ৭ দিনের জন্য মিরিক মহকুমায় লকডাউনের নির্দেশিকা জারি করলেন মহকুমা শাসক অশ্বিনী রায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মিরিকবাসীর জন্য বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছেন মহকুমা শাসক। এর মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া মহকুমাবাসীকে শিলিগুড়িতে না যাওয়ার আবেদন জানিয়েছেন জেলা শাসক। এখনও পর্যন্ত ২ জন স্বাস্থ্য কর্মী সহ মোট ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন মিরিক মহকুমায়।