নিজস্ব সংবাদদাতাঃমঙ্গলবার বিকেলে টুকুরিয়াঝাড় রেঞ্জের উত্তমচাঁদ এলাকা থেকে একটি দলছুট হস্তি শাবককে উদ্ধার করে বন দফতর। তাকে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে। বর্তমানে সেখানেই তাকে দেখভাল করছেন বনকর্মীরা।
বনদফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নাওয়া-খাওয়া ভুলে উদভ্রান্তের মতো ওই এলাকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল হস্তি শাবকটি। ব্যাঙডুবি থেকে যে পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছিল, সেই হাতিটির শাবক হতে পারে এই শিশু হাতিটি বলে মনে করছে বন দপ্তর। যদিও এই দাবিকে এখনও নিশ্চিত করেনি বন দফতর। এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা ধর্মদেও রাই বলেন, ‘‘হস্তি শাবকটিকে চিকিৎসকরা দেখছেন। উদ্ধারের সময় টানা হেঁচড়ায় একটু দুর্বল হয়েছিল হস্তি শাবকটি। শুশ্রূষা চলছে তার। যাতে সে দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, সেই জন্য সাফারি পার্কের অন্য দুটি হাতি, লক্ষ্মী এবং উর্মিলার সঙ্গে ছেড়ে রাখা হয়েছে তাকে।