বাপি ঘোষ,শিলিগুড়িঃএবার নিজের বাড়িতেই হাসপাতাল তৈরির কাজে মত্ত পদ্মশ্রী করিমূল হক। আগামী এক মাসের মধ্যেই সেই হাসপাতাল তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে খবরের ঘন্টাকে জানালেন পদ্মশ্রী করিমূল হক। তার কথায়,হাসপাতাল বলতে প্রাথমিক চিকিৎসার হাসপাতাল।ডুয়ার্সে তার বাড়িতে সেই হাসপাতাল তৈরি হলে চেন্নাই, বেঙ্গালুরু থেকেও চিকিৎসকরা মাসে একবার করে আসবেন তার হাসপাতালে।তাছাড়া স্থানীয় চিকিৎসকরাতো আছেনই।
রবিবার শিলিগুড়িতে বস্ত্র দান অনুষ্ঠানের আয়োজন করে আশ্রম পাড়ার জে টি এস,হাকিমপাড়ার টি এস,স্বেচ্ছাসেবী সংস্থা সিনি,নাট্য সংস্থা বনমালা,অর্চক । তার সঙ্গে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় ।জে টি এসের প্রানতোষ সাহা,টি এসের ভবতোষ সাহা, বনমালার বিশ্বজিৎ রায়, সিনির শেখর সাহা,অর্চকের অদিতি দাসঘোষ কদিন ধরে বস্ত্র দান অনুষ্ঠান সফল করতে চারদিকে প্রচার করছিলেন।তাদের আবেদনে শিলিগুড়ির বহু মানুষ সাড়া দেন।রবিবার সকাল থেকে বহু মানুষ টি এস ও জে টি এসের সামনে চলে যান। যে যার মতো বস্ত্র তুলে দেন পদ্মশ্রী করিমূল হকের হাতে। বন্ধ চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে ওই সব বস্ত্র। সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন,এক লাখেরও বেশি বস্ত্র এদিন তুলে দেওয়া হয় পদ্মশ্রী করিমূল হকের হাতে।সেই সময় খবরের ঘন্টাকে পদ্মশ্রী করিমূল হক জানান, এরপর তার বাড়িতে ছোট একটি হাসপাতাল তৈরি হচ্ছে।ডুয়ার্সের গরিব অসুস্থ মানুষদের পাশে তিনি থাকবেন। আর তিনি চান না জাতিধর্ম নিয়ে এ বাংলায় কোনও বিভেদ হোক। রবিবারই জল্পেশের কাছে একটি মন্দির উদ্বোধনে যান তিনি। বিশেষ চাহিদাসম্পন্নদের ওপরও কাজ করছেন তিনি। পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য একটি কোচিং ক্লাসও খুলেছেন ডুয়ার্সে।