শিল্পী পালিত ঃ সঙ্গীত, চিত্রাঙ্কন, আবৃত্তি, লেখালেখি, মিউজিক প্রভৃতি কলা বা সংস্কৃতির যত উন্নতি হবে ততই আমাদের সমাজ আরও ভালো, আরও রুচিবান হবে। সুস্থ সংস্কৃতির চর্চা আমাদের অনেক হীন প্রবৃত্তিকে দূরে ঠেলে দেয়। সেই সব ভেবেই বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবানদের কথা মেলে ধরতেই খবরের ঘন্টার আত্মকথা। আজ সঙ্গীত শিল্পী মহুয়া রায়চৌধুরী মেলে ধরেছেন তাঁর কথা —-
আমি মহুয়া, মহুয়া রায় চৌধুরী । জলপাইগুড়ি জেলার দোমহনী নামের ছোট্ট একটি গ্রামে আমার জন্ম।তবে আমার বাবা শ্রী স্বপন রায় চৌধুরী যেহেতু কর্মসূত্রে শিলিগুড়িতে বসবাস করতেন তাই জন্মের কিছুদিন পরেই আমি ও আমার মা শ্রীমতি গীতা রায় চৌধুরী শিলিগুড়ি তে চলে আসি।এই শহরেই ছোট থেকে বড় হয়ে ওঠা।মা, ঠাকুমা ও দুই পিসির গান শুনেই সংগীত জীবনের যাত্রা শুরু ।প্রথম গান শেখা মায়ের কাছেই। মাত্র চার বছর বয়সে ।তাই একথা বলতে গর্ব বোধ করি যে মা ই হলেন আমার সংগীত জীবনের প্রথম শিক্ষা গুরু ।এরপর একে একে অনেক গুণী জনের সান্নিধ্যে এসে সমৃদ্ধ হয়েছি।কিন্তু প্রকৃত সংগীত শিক্ষা বলতে যা বোঝায় তা পেয়েছি শ্রদ্ধেয়া মালবিকা চক্রবর্তী এবং সুরেখা বোডাসের কাছ থেকে ।বিদ্যালয় স্তর থেকেই বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরস্কৃত হয়েছি।এরপর ক্রমশ বিদ্যালয় স্তর থেকে জেলা স্তর ও রাজ্য স্তরেরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি । একটু বড় হওয়ার সাথে সাথেই গান ই যেন একমাত্র সাধনার বিষয় হয়ে ওঠে ।আট বছর বয়সে প্রথমে আকাশবাণী শিলিগুড়িতে সংগীত পরিবেশন করার সুযোগ পাই।পরবর্তীতে তেরো বছর বয়সে কলকাতা দূরদর্শনেও গান পরিবেশন করি।এরপর থেকেই আকাশবাণী ও দূরদর্শনের নিয়মিত শিল্পীর মর্যাদা লাভ করি। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত আমার পড়াশুনা চলে বাণীমন্দির রেলওয়ে স্কুলে।শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করি ।এরপর শুরু হয় জীবনের দ্বিতীয় ইনিংস ।১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।বিবাহের পরও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সাথে সাথেই ছোট ছেলেমেয়েদের গান শেখানোর মাধ্যমে আমার সংগীত চর্চা এগিয়ে চলে।২০০১সালে একমাত্র সন্তানের জন্ম হয় ।এই সময় মেয়ের তত্ত্বাবধানের জন্য সংগীত চর্চায় কিছুটা ছেদ পড়ে …তবে তা সাময়িক ।মা ,বাবা এবং যার কথা না বললেই নয় আমার স্বামী পারিজাত সকলেই গানের বিষয়ে সমান ভাবে উৎসাহ যুগিয়ে চলেছে আর এদের অনুপ্রেরণায় ই সংগীত চর্চা চালিয়ে যেতে সক্ষম হয়েছি। আজও ছাত্র ছাত্রীদের মন থেকে ভালো কিছু শেখানোর চেষ্টা করি …যা অর্জন করেছি আমার শ্রদ্ধেয় গুরুদের কাছ থেকে ।ভবিষ্যতে গান নিয়ে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে ।সংগীত ছাড়া জীবন অপূর্ণ ।তাই পরম করুণাময়ের কাছে প্রার্থনা যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই সংগীত সাধনাকে সাথী করে চলতে পারি ।তাই কবির ভাষায় একমাত্র প্রার্থনা ‘চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না ।সংসার গহনে নির্ভয়নির্ভর,নির্জনসজনে সঙ্গে রহো।।
Mahua Roy choudhury
C/o Raju Biswas
45/2 Baghajatin colony
Pradhan nagar
Post Pradhan nagar
Dist:Darjeeling
Siliguri
Pin:734003