নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা শাসকের অফিস কোর্ট মোড় চত্বর থেকে জংশন বাস টার্মিনাসের সামনে হিলকার্ট রোডে স্থানান্তর হয়েছে গত বছরের ফেব্রুয়ারি মাসে। ওই স্থানের নাম বিবেকানন্দ ভবন। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে নানান কাজে মহকুমা শাসকের অফিসে যোগাযোগ করতে হয়। কিন্তু অনেকেই পুরনো কোর্ট মোড় চত্বরে যোগাযোগ করছেন। ফলে তাদের হয়রান হতে হচ্ছে।এতদিন মহকুমা প্রশাসনের অধীন কমন সার্ভিসেস সেন্টারও ছিল পুরনো মহকুমা শাসকের কার্যালয়ে। ফলে কমন সার্ভিসেস সেন্টার থেকে সাধারন মানুষকে বিবেকানন্দ ভবনে নতুন মহকুমা শাসকের অফিসের ঠিকানা বলে দেওয়া হচ্ছিল। কিন্তু গত পনের দিন ধরে কমন সার্ভিসেস সেন্টার কোর্ট মোড় চত্বরে পুরানো মহকুমা শাসকের অফিস থেকে বিবেকানন্দ ভবনে স্থানান্তর হয়েছে।আসলে পুরানো মহকুমা শাসকের অফিস ভেঙে নতুন ভবন তৈরি হবে।তাই মহকুমা শাসকের অফিস বিবেকানন্দ ভবনে স্থানান্তর হয়েছে।সেই বিবেকানন্দ ভবনের নিচ তলায় কমন সার্ভিসেস সেন্টার থেকে এখন এস সি এস টি,ওবিসি সার্টিফিকেট,প্যান কার্ড, অনলাইন আবেদনপত্র পূরন সহ সাধারন মানুষের প্রয়োজনীয় আরও অনেক কাজ হচ্ছে।কমন সার্ভিসেস সেন্টার থেকে ঋষিকাপুর শর্মা এবং বিজয় কুমার মাহাতো জানিয়েছেন,২০০৮ সালে শিলিগুড়িতে সাধারন মানুষের জন্য এই কমন সার্ভিসেস সেন্টার চালু হয়েছিল। তারা সাধারন লোকের জন্য প্রশাসনের হয়ে বিভিন্ন রকম সেবা দিয়ে যাচ্ছেন ।সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তাদের সেন্টার খোলা থাকে। সরকারি ছুটির দিনে তাদের কেন্দ্র বন্ধ থাকে। খোলা হয় সকাল দশটায়, বন্ধ হয় সন্ধ্যে ছটায়।