কেন আপনি সৎ কাজে দান করবেন,দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া এই আর্ত মহিলাকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করুন

বাপি ঘোষ : মানুষ যখন কাঁদছে, কোনো প্রাণ যখন কাঁদছে কোনো প্রতিদানের আশা না করে দান করুন। দান করার বিনিময়ে আপনি কিছু আশা না করলেও পরম ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হন এবং আপনাকে পরম ঈশ্বর আপনার অজান্তেই বড় প্রতিদান দিয়ে থাকেন।ভারতীয় সংস্কৃতির প্রাচীন এবং উৎকৃষ্ট সাহিত্য বেদে তাই দানের কথা উল্লেখ করা হয়েছে। বেদ থেকে শুরু করে শ্রী মদ ভাগবত গীতা,বৌদ্ধ ধর্ম,জৈন ধর্ম,শিখ ধর্ম, মুসলিম ধর্ম সব ধর্মের নিঃস্বার্থ দানের কথা উল্লেখ করেছে। সৎ উদ্দেশ্যে কোনো দান করলে তার ফল কি,শাস্ত্র কি বলছে তবে তা শুনুন।
মুসলিম ধর্মের পবিত্র কোরানের সুরা আল-ই ইমরানের ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে, “তোমরাই শ্রেষ্ঠ দল,মানবজাতির জন্য তোমাদের অভ্যুথ্থান হয়েছে। তোমরা সৎ কাজের জন্য নির্দেশ দাও,অসৎ কাজ নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো।” কোরানেই একই সুরার ১০৪ নম্বর আয়াতে বলা হয়েছে, “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যাঁরা মানুষকে ভালোর দিকে ডাকবে ও সৎ কর্মের নির্দেশ দেবে।এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে।আর এসব সৎ কর্মের হবে সফলতা। ” আবার বেদের একটি সংস্কৃত শ্লোক বলছে,” অন্নং যো দদাতি বুভুক্ষিতেভ্যঃ পীড়িতানাং ভবতি সহায়ক:/ দুঃখার্তার্না সমাশ্রিষ্যতি তস্যৈব ঈশঃ প্রসাদাতি” অর্থাৎ ” যখন তুমি একজন মানুষের হৃদয়কে আনন্দিত করো,বুভুক্ষুকে অন্নদান করো,আর্তকে সাহায্য করো,পীড়িতের দুঃখ লাঘব করো, অত্যাচারিতের প্রতি কৃত অন্যায়ের অবসান করো তখন ঈশ্বর প্রসন্ন হন”।
বেদের আরেকটি স্থানে সংস্কৃত শ্লোকের মাধ্যমে আরও দান করার কথা বলা হয়েছে। যাঁর বাংলা অর্থ, “ঈশ্বরের রাজত্বে যখন কোনো মানুষের মৃত্যু হয়,তখন তাঁর কর্মের অবসান হয়।কিন্তু তাঁর দয়ার কথা তাঁকে অমর করে। তাঁর সৎ কাজ ঈশ্বরের সৃষ্টিকে আরও সুন্দর করে গঠন করে। অন্যকে সাহায্য করার জন্য যে জীবনযাপন করে সে পুণ্যাত্মা”। ভগবত গীতা সাত্ত্বিক দানের কথা উল্লেখ করেছে, তামসিক দান পরিহারের কথা বলেছে ভগবত গীতা। বৌদ্ধ ধর্ম বলছে,”দান মানুষকে পারফেকশনের দিকে নিয়ে যায়, দান হলো পারমিতা।দানের বিনিময়ে কিছু না চাওয়া হলে বৃহত্তর আধ্যাত্মিক সম্পদ পাওয়া যায়। ” জৈন ধর্মে দানকে পুণ্য ও পবিত্র কর্তব্য বলে উল্লেখ করা হয়েছে। জৈন ধর্মে চার রকম দানের উল্লেখ রয়েছে — আহার দান,ওষুধ দান,জ্ঞান দান এবং অভয় দান।” ইতিবাচক কর্মফল লাভের দশটি লাভের মধ্যে একটি হলো দান,এমনটাই উল্লেখ করেছে জৈন ধর্ম। শিখ ধর্মে দানকে ভন্ড দাকো বলে উল্লেখ রয়েছে। শিখদেরকে তিনটি পবিত্র দায়িত্ব কর্তব্যের মধ্যে দানকে একটি উল্লেখযোগ্য কর্তব্য বলে উল্লেখ করা হয়েছে। অন্যের প্রতি যত্ন নেওয়া বা নিঃস্বার্থ সেবার জন্য লঙ্গরের উল্লেখ আছে শিখ ধর্মে।
আর এই সৎ উদ্দেশ্যেই দুঃস্থ অসহায় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বারবার প্রতিবেদন নিয়ে উপস্থিত হচ্ছে খবরের ঘন্টা। আজ শুনুন শিলিগুড়ি ঝংকার মোড় লাগোয়া এই মহিলার কথা।তাঁর নাম মাম্পি ঘোষ,বয়স ত্রিশ। স্বামী টোটো চালক। ফটোগ্রাফি, বিয়ে বাড়িতে কনে সাজিয়ে এক সৃজনশীলতার মাধ্যমে স্বনির্ভর হচ্ছিলেন মাম্পি।তাঁর এক শিশু কন্যাও রয়েছে। কিন্তু এক দুর্ঘটনা চরম বিপদে ফেলছে মাম্পিকে। চিকিৎসার জন্য তাঁর চাই এখন সাহায্য। অনেক অর্থ খরচ হয়েছে তাঁর। কাজ হয়নি।এবার চেন্নাই গিয়ে চিকিৎসার জন্য তাঁর চাই সাহায্য। মাম্পির মুখেই শুনুন সব।শুনুন মাম্পির ফুটফুটে শিশু কন্যা কি বলছে।শুনুন মাম্পির মা বাবলি ঘোষ চোখের জল ফেলে কি বলছেন। আর শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার ওরফে সকলের মুনিয়াদিও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।
সাহায্য করার জন্য গুগল পে নম্বর 9064410314। ব্যাঙ্ক ডিটেইলস এরকম–
Mampy Ghosh
State Bank of India
Howra motor Building
Burdwan Road
Siliguri
Bank A/C no. 33397135328
IFSC code : SBIN 0013239

Google pay no 9064410314

এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবিক মুখ নিয়ে এই পোস্টটি শেয়ার করুন যাতে এই পরিবারটি উপকৃত হয় এবং আপনি এই সমাজে ইতিবাচক ভাবনার পরিবেশ তৈরির একজন সাথী হয়ে উঠুন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :