নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ পর্বে দার্জিলিং লোকসভার নাম রয়েছে। আগামী ২৬ এপ্রিল দার্জিলিং লোকসভা আসনের ভোট গ্রহণ। ২৮শে মার্চ এরজন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ২৮শে মার্চ থেকেই মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।দার্জিলিং এর জেলা শাসক তথা এই লোকসভার রিটার্নিং অফিসার ডঃ প্রীতি গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৪ঠা এপ্রিল। ৫ই এপ্রিল সব মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৮ই এপ্রিল। ৪ঠা জুন ভোট গননা। ৬ই জুনের মধ্যে শেষ করতে হবে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া। জেলা শাসক আরও জানিয়েছেন, দার্জিলিং লোকসভার মধ্যে সাতটি বিধান সভা রয়েছে। সেই সব বিধান সভাগুলো হলো দার্জিলিং জেলার পাঁচটি বিধান সভা যেমন দার্জিলিং সদর,কার্শিয়াং, শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। এছাড়া উত্তরদিনাজপুর জেলার চোপড়া বিধান সভা এবং কালিম্পং জেলার কালিম্পং বিধান সভা রয়েছে দার্জিলিং লোকসভা আসনের মধ্যে। এই লোকসভার মোট ভোটার ১৭ লক্ষ ৫৩ হাজার ৬৯৯ জন।এরমধ্যে পুরুষ ভোটার আট লক্ষ ৭৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটার আট লক্ষ ৭৫ হাজার ৫০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন।দার্জিলিং লোকসভা আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১৯৯৯টি।এরমধ্যে ১৫৮৯টি ভোটগ্রহণ কেন্দ্র গ্রাম এলাকায় এবং ৪১০টি ভোটগ্রহণ কেন্দ্র শহর এলাকায় রয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :