নিজস্ব প্রতিবেদন : রাজনীতি পরে,সবার আগে মানুষ, সবার আগে মনুষ্যত্ব। এই মহতি ভাবনা থেকে রবিবার শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের উদয়ন সমিতি স্কুলে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।স্থানীয় বহু মানুষ বিশেষ করে মহিলারাও সেই রক্ত দান উৎসবে রক্ত দান করতে এগিয়ে আসেন। হাকিমপাড়ার মধ্যে অবস্থিত ১৫ নম্বর ওয়ার্ড কমিটি সেই রক্তদান উৎসবের আয়োজন করে। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আধিরন এই উৎসবের জন্য সহযোগিতা করে।
গরম পড়ছে। তারমধ্যে ভোটের বাদ্যি বেজেছে।ফলে ভোটের ব্যস্ততা শুরু হওয়ায় এই সময় এমনিতেই রক্তদান শিবির কম অনুষ্ঠিত হয়।ফলে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সঙ্কট শুরু হয়।সেই দিক থেকে এদিনের এই রক্তদান উৎসব বিরাট এক তাৎপর্য বহন করে। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন সরকার এদিন সেই উদয়ন সমিতি স্কুলে গিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন। রঞ্জনবাবু বলেন, ভোট এবং রাজনীতি পরে, আগেতো মনুষ্যত্ব, আগেতো মানুষ। রক্তের অভাবে মুমুর্ষ মানুষ যদি মারা যায় তবে কিসের রাজনীতি? কিসের ভোট? আগেতো মনুষ্যত্ব, তারপর সব।এদিন সেখানে রক্তদান উৎসবের সঙ্গে সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। বহু গরিব সাধারণ মানুষ স্বাস্থ্য শিবিরে সুগার, প্রেসার পরীক্ষা করান। সবমিলিয়ে রক্ত দান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জেরে সেখানে মনুষ্যত্বের এক ভিন্ন পরিবেশ দেখা যায়
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: