গৌতম বুদ্ধের দর্শনে বিশ্বাসী এই প্রার্থী, সব ধর্ম এবং সব জাতির প্রতি শ্রদ্ধা রেখেই শান্তির জন্য কাজ করতে চান তিনি

নিজস্ব প্রতিবেদন : তিনি ভগবান গৌতম বুদ্ধের দর্শন বিশ্বাস করেন।বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবে তিনি সবসময় চান দার্জিলিং পাহাড়ে সবাই মিলেমিশে বসবাস করুক এবং শান্তির পরিবেশ বিরাজ করুক সবসময়। যদিও তিনি সব ধর্ম এবং সব জাতের মানুষকে ভালোবাসেন। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষিত হতেই এভাবে প্রতিক্রিয়া জানালেন দার্জিলিং লোকসভা আসনে তৃনমুল প্রার্থী গোপাল লামা। সোমবার তিনি কলকাতায় ছিলেন,মঙ্গলবার শিলিগুড়ি ফিরছেন। শিলিগুড়ি ফিরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে তিনি তাঁর নির্বাচনী রন কৌশল স্থির করবেন। একসময় শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন গোপালবাবু,তারপর দার্জিলিংয়ে অতিরিক্ত জেলা শাসক হিসাবে কাজ করেছেন।২০১৪ সালে জি টি এতে প্রশাসনিক আধিকারিক হিসাবে কাজ করে তিনি চাকরি থেকে অবসর গ্রহন করেন। তৃনমুল প্রার্থী গোপাল লামা দাবি করেন,পাহাড়ের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা তাঁর নাম সুপারিশ করেন মুখ্যমন্ত্রীর কাছে।পাহাড় সমতল সর্বত্র তাঁর জনসংযোগ রয়েছে। তাছাড়া শাসক দল সর্বত্র ক্ষমতায় রয়েছে। ফলে জয়ের বিষয়ে তিনি আশাবাদী বলে গোপাল লামা দাবি করেন। তাঁর বক্তব্য, ভোটে জয়ী হলে উন্নয়ন এবং শান্তির জন্য সবসময় কাজ করে যাবেন।প্রতিদিন সকালে বৌদ্ধ মঠে গিয়ে শান্তির জন্য প্রার্থনা করেন গোপালবাবু।শিলিগুড়িতে তিন চার বছর ধরে থাকলেও তাঁর বাড়ি কার্শিয়াংয়ে।বিগত দিনে পাহাড়ে অশান্তির জেরে ছেলেমেয়েদের পড়াশোনা ব্যাহত হয়েছে, সেই কারনে শিক্ষার প্রসারে তিনি কাজ করতে চান বলে গোপালবাবু জানান।এদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং জেলা তৃনমুল সম্পাদক বাসবজিৎ দত্ত তরফে বাসু বলেন,এবারে তৃনমুল খুব ভালো অবস্থানে রয়েছে। দার্জিলিং থেকে গোটা উত্তরবঙ্গ এমনকি গোটা রাজ্যে তৃনমুলের প্রার্থী তালিকা ভালো হয়েছে। আর দার্জিলিং লোকসভা আসনের তৃনমুল প্রার্থী গোপাল লামা সদা হাস্যময়।পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেক আলাদা। ফলে তৃনমুল শক্ত অবস্থানে রয়েছে বলে বাসু দত্ত জানান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমুল সরকার রাজ্যে এতো উন্নয়ন কাজ করেছে তার প্রতিফলন ঘটবে ভোটের বাক্সে।এদিকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ দাবি করেন, বিজেপি এবারও দার্জিলিং লোকসভা থেকে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা রাজ্যে দারুণ ফল করবে।কেন্দ্রের মোদি সরকার বহু উন্নয়ন কাজ করেছে। বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করা হয়েছে।এনজেপিকে আন্তজার্তিক স্টেশন হিসাবে রুপ দেওয়া হচ্ছে।যানজট সমস্যা সমাধানে দার্জিলিং মোড়ে ফ্লাই ওভার থেকে ফোর লেন, সিক্স লেনের বিরাট রাস্তা তৈরি হচ্ছে। চিন সীমান্ত পর্যন্ত ট্রেন লাইন বসছে।এরকম হাজারো উন্নয়নের কাজ দেখে মানুষ এবারও কেন্দ্রে মোদি সরকারকেই বেছে নেবেন বলে দাবি করেন কমলবাবু।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :