বাবার মৃত্যুবার্ষিকীতে বৃদ্ধাশ্রমের বৃদ্ধবৃদ্ধাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করলেন কন্যা

নিজস্ব প্রতিবেদন :প্রায় চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দীপঙ্কর চ্যাটার্জীর।সোমবার তাঁকে স্মরন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ি কাওয়াখালির আপনাঘর বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করলেন তাঁর কন্যা তানিয়া হালদার এবং জামাতা ঝন্টু হালদার। স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস এন্ড পিস ফাউন্ডেশনের সহা সম্পাদিকা হলেন তানিয়া হালদার। সেই কারনে এদিন জি এইচ আর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সভাপতি দীপিকা রক্ষিত বন্দ্যো,সাধারণ সম্পাদিকা বিন্দু শর্মা, সহ সভাপতি পম্পা রায়,কোষাধ্যক্ষ শম্পা সরকার সহ সরস্বতী শেরপা,করুনা ছেত্রী, লক্ষ্মী দেওয়ান, সরস্বতী শর্মা প্রমুখ কাওয়াখালি আপনাঘর বৃদ্ধাশ্রমে উপস্থিত হন। সবাই মিলে বৃদ্ধাশ্রমের আবাসিকদের দুপুরের ভোজনের বন্দোবস্ত করানোর সময় উপস্থিত ছিলেন। এর আগে বেশ কয়েকবার জি এইচ আর পিস ফাউন্ডেশনের সদস্যরা ওই আশ্রমে গিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারাও জি এইচ আর পিস ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কাজে বেশ খুশি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও সমাজসেবী সমীর নন্দী এই ধরনের মানবিক কাজের তারিফ করেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :