
নিজস্ব প্রতিবেদন : এই পৃথিবীতে প্রতিদিন বহু মানুষ জন্ম নিচ্ছে, আবার বহু মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু বহু মানুষ এমন কাজ করে যাচ্ছেন যা পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করছে। অতীতে আমরা অনেক মনীষী বা মহাপুরুষকে দেখেছি যারা ইতিহাস রচনা করে আমাদের আলোর রাস্তা দেখিয়ে গিয়েছেন। আজকের দিনেও এরকম কিছু কিছু ভালো মানুষ রয়েছেন যাদের প্রতিভা ও মেধা নতুন ইতিহাস রচনা করছে। এমনই একজন চিকিৎসক হলেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিখ্যাত নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী। মস্তিষ্ক চিকিৎসার জগতে তিনি উত্তরবঙ্গে একজন উল্লেখযোগ্য নাম। তিনি শিলিগুড়ি আসার পর মস্তিষ্ক চিকিৎসায় এমন সব অসামান্য কাজ করেছেন যাতে বহু মানুষ মৃত্যুমুখ থেকেফিরে এসেছেন। আর এখনো তার সেই অসামান্য কাজের ধারা অব্যাহত রয়েছে। এবারে তিনি শিলিগুড়ির পাশে ফুলবাড়ীর গায়ে ডাবগ্রাম পুলিশ ব্যারাকের ঠিক সামনে খুলে বসেছেন আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র। থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। সেখানে এমন অত্যাধুনিক পরিকাঠামো তৈরি হয়েছে যে জরুরী ভিত্তিতে লন্ডন, আমেরিকা থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে চিকিৎসা করতে পারবেন। এমনকি সেই চিকিৎসা কেন্দ্রের ছাদে তৈরি হয়েছে হেলিপ্যাড। পাহাড়ে বা স্থানে বা দূরবর্তী কোনো স্থানে জরুরী কোন দুর্ঘটনায় কোন মুমূর্ষু রোগী থাকলে তাকে দ্রুত যাতে হেলিকপ্টারে চাপিয়ে সেই চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা যায় তার পরিকাঠামো রয়েছে। ডাক্তার মলয় চক্রবর্তীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতের চিকিৎসা কেন্দ্রে এ এক নতুন ইতিহাস। এমনকি এত বড় চিকিৎসা কেন্দ্র খোলার পরও প্রতিভাবান চিকিৎসক ডাক্তার মলয় চক্রবর্তী গরিব সাধারণ মানুষের কথা ভোলেননি।। তিনি ভোলেননি সামাজিকতার কথা। ডাঃ মলয় চক্রবর্তী জানাচ্ছেন, পুরোপুরিভাবে এই চিকিৎসা কেন্দ্র চালু হয়ে গেলে মাঝেমধ্যেই বিনামূল্যে স্বাস্থ্য শিবির বসবে। আর পুরোপুরি এই চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হওয়ার সময় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বহু চিকিৎসক শিলিগুড়ি আসতে চলেছেন। বলা যায় চিকিৎসা ক্ষেত্রে এ এক নতুন বিপ্লব। শুনুন কি বলছেন ডাক্তার মলয় চক্রবর্তী —

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —