পুণ্য কর্ম করলে কেন তা বলতে নেই, কি বললেন এই মহারাজ

নিজস্ব প্রতিবেদন : পুণ্য কর্ম করলে সেই পুণ্য কর্মের কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে নেই। আর যদি তা করা হয় তবে সেই পূন্য কর্ম ক্ষয় হয়ে যায়। অন্তত শাস্ত্রীয় ব্যাখ্যা সেটাই বলছে।বুধবার সন্ধ্যায় শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে এমন ব্যাখ্যাই মেলে ধরলেন ভাগবত প্রবক্তা শ্রীধাম বৃন্দাবনবাসী ত্রিদন্ডী স্বামী শ্রীভক্তি নিলয় হরিজন মহারাজ। এদিন তিনি বিভিন্ন আধ্যাত্মিক ব্যাখ্যা মেলে ধরেন ভক্ত শ্রোতাদের সামনে। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শ্রীমদ ভাগবত প্রেম রসামৃত কথা। পয়লা মার্চ পর্যন্ত এই ভাগবত রসামৃত কথা চলবে। প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সেই ভাগবত কথা চলছে। সেই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজক বা আহ্বায়ক হলেন মঠাচার্য স্বামী শ্রীভক্তি নিলয় জনার্দন মহারাজ। বর্তমান সময়ে নানা সমস্যা বা অবসাদের শিকার বহু মানুষ। তাদের সেই অবসাদের মধ্যে ভাগবত কথা এক সুন্দর জল সিঞ্চনের কাজ করছে। এদিন ভাগবত ব্যাখায় আরো কি বললেন এই মহারাজ দেখতে থাকুন এই ভিডিও

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–