নিজস্ব প্রতিবেদন : তখন ছিলো ১৯৩০ সাল।তাঁর বয়স তখন পাঁচ বছর। আজ তাঁর বয়স ৯৯।শৈশবের সেই পাঠশালা আজ ৯৯ বছরে পৌঁছে মেলে ধরলেন বৃদ্ধা মুকুল দাস। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে মুকুলদেবী তাঁর পাঠশালার সরল চিত্র কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে গিয়ে লিখেছেন, “তখন পাড়াগ্রাম থেকে পাঠশালা যেতাম ছোট পায়ে হেঁটে।/ হাতে থাকতো কচি বাঁশের কলম/ কলাপাতায় লিখতাম– অ আ ক খ/ প্রতিদিন এক মুঠো চাল রাখা হোত হাঁড়িতে/গুরু মহাশয় একদিন যেতেন বাড়িতে/ সপ্তাহের চাল দিয়ে চালাতেন সংসার/ টাকা পয়সা দেওয়ার ছিল না দরকার।/ একদিন এলো শ্লেট চক পেনসিল স্কুলে/ খুশি হয়ে সবাই প্রনাম করি গুরুর চরনে।” কচি বাঁশের কলমে কলা পাতার মধ্যে অ আ ক খ লেখার স্মৃতি এই বৃদ্ধা কবিতারুপে আজ মেলে ধরলেন। মাতৃভাষা দিবস স্মরনে তিনি তাঁর ডায়েরিতে লিখেছেন আরও বাংলা ভাষার কবিতা। তাঁর কথায়,মাতৃভাষা বাংলায় আজও কবিতা লিখে মনে শক্তি এবং শান্তি পাই।চলুন শোনা যাক সেই বৃদ্ধার কন্ঠে তাঁর লেখা স্বরচিত কবিতা
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :