বাপি ঘোষ : তাঁর বাবা প্রয়াত গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন কৃষক। বাবার সঙ্গে সঙ্গে শৈশবে অন্তত অষ্টম শ্রেনী পর্যন্ত তিনি নিজেও জমিতে হাল চাষ করেছেন।জমিতে লাঙল দিতে দিতেই তিনি স্বপ্ন দেখতেন,বড় হয়ে এমন একটি সমাজের জন্য লড়াই করতে হবে যে সমাজ হবে প্রগতিশীল সমাজ।আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ ৩৮ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। নাম তাঁর আক্রাম হক।
উত্তরবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা পোস্ট অফিসের অধীন বৈকুন্ঠপুর গ্রামে তাঁর জন্ম। শৈশব থেকেই আক্রাম ছিলেন অত্যন্ত মেধাবী। বাবার সঙ্গে চাষবাস করার পরিশ্রমের সঙ্গে পড়াশোনার জন্যও বেশ পরিশ্রম করতেন তিনি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আশি শতাংশের ওপর নম্বর পেয়ে নিজের মেধার পরিচয় রাখেন।ডাক্তারি ইঞ্জিনীয়ারিংয়ে পড়ার সুযোগও আসে।ইঞ্জিনীয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েও তাতে ভর্তি হননি।আসলে তাঁর মাথায় যে শৈশব থেকেই ঘুরপাক খাচ্ছে, প্রগতিশীল সমাজ গঠনের জন্য কিছু একটা করতে হবে।এমন কিছু নীতি বা দিশা দেখাতে হবে যাতে দেশের সরকারও তাঁর নীতি গ্রহণ করে। তাই দিল্লিতে অর্থনীতি এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর পড়াশোনা করেন।তারপর গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান পলিসি টাইমস। ২০০৭ সাল থেকে টানা সাত বছর দিল্লিতে থেকে অর্থনৈতিক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন।এমন একটা সময় তাঁর কাছে সুযোগ আসে দেশের বাজেট,পরিকল্পনা নীতিতে কিছু গঠনমূলক পরামর্শ বা প্রস্তাব দেওয়ার। দিল্লির বুকে জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো ইভেন্ট তাঁর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক উন্নয়নের ওপর।এমনকও মুকেশ আম্বানি, রতন টাটার মতো শিল্পপতিরাও তাদের পলিসি টাইমসের উদ্যোগে আয়োজিত সেমিনারে যোগ দিয়েছেন।জাতীয় শিক্ষা নীতিতে তাদের অনেক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এখন তাঁরা পরিবেশ দূষন এবং প্লাস্টিক মুক্ত পৃথিবী নিয়ে পলিসি সরকারকে জমা দিয়েছেন যাতে আগামী দিনে পরিবেশ শিক্ষার ওপর ব্যাপক পরিবর্তন আসে দেশের শিক্ষা ব্যবস্থায়।
এইরকম প্রতিভাবান এবং উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব আক্রম হক এখন মাটির টানে রয়েছেন উত্তরবঙ্গে।কেন উত্তরবঙ্গ পিছিয়ে, কেন উত্তরবঙ্গ থেকে ছেলেমেয়েরা সব জনমজুরি করতে ভিন রাজ্যে চলে যাচ্ছে তা ভাবিয়ে চলেছে আক্রামবাবুকে।তাঁর মতে,যত মহিলা উত্তরবঙ্গ থেকে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছেন তাঁর ৫০ শতাংশ দেহ ব্যবসায় নাম লিখিয়েছেন। কিন্তু কিভাবে উত্তরবঙ্গে পরিবর্তন আসতে পারে, কিভাবে তৈরি হতে পারে এক প্রগতিশীল সমাজ তার অনেক মূল্যবান বক্তব্য মেলে ধরেছেন আক্রামবাবু।সবটা জানতে হলে দেখতে থাকুন এই ধারাবাহিক প্রতিবেদন। এই প্রতিবেদনে আক্রামবাবুর সব মৌলিক বক্তব্য না দেখলে মিস করবেন অনেক কিছু।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: