নিজস্ব প্রতিবেদন : মোবাইল সহ অন্যান্য খারাপ নেশার কবল থেকে ছেলেমেয়েদের মুক্ত করার জন্য ফুটবলকে হাতিয়ার করেছে স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।সেই দিকে তাকিয়ে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারী কাওয়াখালির ফুটবল ময়দানে সারা ভারত মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সঙ্গে যৌথ ভাবে ওই ফুটবলের আসর বসাতে চলেছে শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির কর্নধার তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, এই ফুটবলের আসর সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাওয়াখালি জনকল্যাণ সংঘ।দুদিন ব্যাপী সেই উত্তরবঙ্গ ফুটবল কাপে অনুর্ধ্ব ১৫ এর আটটি দল এবং চল্লিশোর্ধ্ব ভেটারেন্সের আটটি দল অংশগ্রহণ করছে।গ্রামের যেসব অনগ্রসর অথচ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সেই ফুটবলের আসরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।তাছাড়া একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। কিছু গুনীজনকে সেখানে সম্মান প্রদান করা হবে।অনুষ্ঠানে ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান তথা সারা ভারত মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের অন্যতম কর্মকর্তা রঞ্জিত সরকার, সম্পাদক রঞ্জন সরকার সহ আরও অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন। নবকুমার বসাক নিজেও একজন ভালো ফুটবল খেলোয়াড়। খেলার জন্যই তিনি বি এসএফে চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি বি এস এফের ফুটবল প্রশিক্ষক। নবকুমারবাবু তাই চান অভিভাবকরা ওই দু-দিন শিশুদের নিয়ে মাঠে আসুন।কিছু ক্রীড়া প্রেমী মানুষ এই উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেও বুট কিনে দিচ্ছেন, কেও জার্সি বা ট্রফি দিচ্ছেন। আপনিও আপনার সাধ্য অনুযায়ী এই শুভ উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। এরজন্য যোগাযোগ নম্বর 7908846581
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :