
নিজস্ব প্রতিবেদন : সামনে ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইনস ডে।এবারতো ভ্যালেনটাইনস ডে-র সঙ্গে সরস্বতী পুজো একই দিনে। শুধু ১৪ই ফেব্রুয়ারী কেন, ৭ ফেব্রুয়ারী পড়েছে রোজ ডে।মানে ভালোবাসা নিবেদন। আর সেই ভালোবাসা নিবেদনের পর্ব বেশ সুষ্ঠু ভাবে সম্পন্ন করে আসছে গোলাপ ফুল। লাল গোলাপ।
এই গোলাপ হলো ফুলের রানী।ভালোবাসা এবং সৌন্দর্যের গুরুত্বপূর্ণ প্রতীক হলো গোলাপ। গ্রীকদের এক উপকথায় বলা আছে,প্রেমের দেবী ভেনাসের পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। আবার হিন্দুদের পৌরাণিক কাহিনীতেও ফুলের রানী গোলাপের সন্ধান পাওয়া যাচ্ছে। একবার ভগবান বিষ্ণু ব্রহ্মাকে ফুলের মধ্যে পদ্মই শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছিলেন,তখন ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গ লোকে নিয়ে গিয়ে সেখানে হালকা রঙের সুগন্ধি গোলাপ দেখান।গোলাপ শুধু ভালোবাসা নিবেদনের প্রতীক নয়,গোলাপের অনেক আয়ুর্বেদিক ও ভোষজ গুনও রয়েছে। গোলাপের পাপড়ির চা অ্যাজমা,ডিহাইড্রেশন সহ বিভিন্ন
রোগ উপশমে সাহায্য করে। গোলাপ থেকে আজকাল অনেক জ্যামজেলি তৈরি হয়।গোলাপের সুবাস থেকে অনেক পারফিউম তৈরি হয়।আজকাল বিয়ে অনুষ্ঠানেও বর যাত্রী বা কন্যা যাত্রীদের স্বাগত জানাতে গোলাপের চাহিদা বেড়েছে। ভালোবাসার ভাষা বুঝতে এবং বোঝাতে পারে একমাত্র গোলাপ।তাই রোজ ডে থেকে ভ্যালেনটাইনস ডে পর্যন্ত গোলাপ যেন এক অন্যরকম রানী।শিলিগুড়ি বিধান রোডে ফুল ব্যবসায়ী সমিতির কর্মকর্তা রনপদ সেন, অজিত পাত্ররা বলেন,ভ্যালেনটাইনস ডে-কে সামনে রেখে বেঙ্গালুরু থেকে ডাচ গোলাপ শিলিগুড়ি আসছে। সেই গোলাপের দাম একেকটি ৫০ টাকায় পৌঁছে যাব।তাছাড়া পুনে,কলকাতা, মেদিনীপুর থেকেও নানান গোলাপ আসছে। বিয়ের মরশুমেও এখন গোলাপের খুব চাহিদা। রোজ ডে থেকে ভ্যালেনডাইনস ডে-তে গোলাপেরা যেন সকলে, আমরা সবাই রাজা রাজাদেরই এই রাজত্বে!!!
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
