সকলের সহযোগিতায় প্রয়াত অর্চনা সূত্রধরের শ্রাদ্ধ সম্পন্ন, দীপঙ্করকে হুইল চেয়ার

নিজস্ব প্রতিবেদন : প্রয়াত অর্চনা সূত্রধরের আত্মার শান্তি কামনায় পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হলো শিলিগুড়ির ঘোঘোমালি চয়নপাড়া ফল বাজার রোডে।শনিবার সেই পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয় বিভিন্ন মানুষের সহযোগিতায়।খবরের ঘন্টায় এই সূত্রধর পরিবারের অসহায় অবস্থা নিয়ে বারবার সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদে মামবিক মুখ নিয়ে এগিয়ে আসার আবেদন জানানো হয় বিভিন্ন মানুষের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে বহু ভালো মানুষ বিগত কিছু দিন ধরে এগিয়ে আসেন। আর তার জেরেই শনিবার শ্রাদ্ধ শান্তির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।এদিন দীপঙ্কর পাল নামে এক ওষুধ ব্যবসায়ী সূত্রধর পরিবারের তরুন সন্তান দীপঙ্কর সূত্রধরকে হুইল চেয়ার প্রদান করেন।হুইল চেয়ার পাওয়াতে কিছুটা হলেও সুবিধা হবে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অর্চনা সূত্রধরের।সেই পরিবারের দুই ভাইবোন তাপসী সূত্রধর এবং দীপঙ্কর সূত্রধর কঠিন এক ব্যাধিতে আক্রান্ত। সেই ব্যাধির সঠিক চিকিৎসা এখানে নেই। সেই ব্যাধির জেরে তাপসী এবং দীপঙ্কর চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেছে।বিভিন্ন মানবিক গুণসম্পন্ন মানুষ অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। এরমধ্যে প্রভু যিশুখ্রিস্ট অনুগামী পরিত্রাণ সহভাগিতার সদস্যরা যেমন রয়েছেন তেমনই এস জে ডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামী, ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার প্রমুখ রয়েছেন।অর্চনা সূত্রধর বেঁচে থাকার সময়ও পূজা মোক্তার এই পরিবারের পাশে ছিলেন তেমনই শনিবার শ্রাদ্ধ অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেও পূজাদেবী সক্রিয় ভূমিকা পালন করেন। এদিন সেই বাড়িতে দেখা যায় তাপসীর বান্ধবী মৌমিতা মল্লিককে। মৌমিতা বলেন,শিলিগুড়ি মহিলা কলেজ থেকে স্কুল জীবন একসঙ্গে তাপসীর সঙ্গে পড়াশোনা করেছেন।তাপসী তখন একা একাই দিব্যি চলাফেরা করতে পারতো। তাপসী পড়াশোনায় খুব ভালো ছিলো। তাপসীর মতো মেধাবী ছাত্রীকে এইরকম অসহায় অবস্থায় দেখে আজ মনে বড়ই দুঃখ পাচ্ছেন মৌমিতা। তিনি সকলের কাছে তাপসীদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক আবেদন জানিয়েছেন
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :