নৃত্য সঙ্গীত অঙ্কন বিজ্ঞান মডেল তৈরি সবেতেই প্রতিভার প্রতিফলন ঘটিয়ে চলেছে এই পঞ্চদশী

বাপি ঘোষ : যেমন নাচ তেমন গান।তার সঙ্গে অঙ্কনতো আছেই। আবার বিজ্ঞান মডেল তৈরি, তাতেও কম যায় না পঞ্চদশী এই কিশোরী। পড়াশোনার মেধা তালিকায় সেরার সেরাতো আছেই, পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই মেধাবী ছাত্রী সৃজনশীল কাজগুলোকে শক্ত হাতে ধরে রেখেছে। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যে দেশ এবং সমাজ নিয়েও চিন্তা করতে ভালোবাসে তার বড় উদাহরণ নবম শ্রেণির প্রতিভাবান ছাত্রী ঐশানি চ্যাটার্জী।শিলিগুড়ি হাকিমপাড়ায় ঐশানিদের বাড়ি। ওর মা অনিন্দিতা চ্যাটার্জী একজন সঙ্গীত শিল্পী। মেয়েকে এগিয়ে নিয়ে যেতে ছোট থেকেই পরিশ্রম করেছেন অনিন্দিতাদেবী।গোটা দেশের মেধা তালিকা থেকে শুরু করে নৃত্য, সঙ্গীত,বিজ্ঞান মডেল,এঙ্কারিং, অঙ্কন সবেতেই ঐশানি এই বয়সে অনেক পুরস্কার বা স্বীকৃতি পেয়েছে। সমাজে একদল মানুষ বিরাট অট্টালিকায় বসবাস করে, আরেকদল মানুষ বিরাট অট্টালিকার পাশে ফুটপাতে বসবাস করে — এই পরিস্থিতি কেন, এখন থেকেই গভীর ভাবে ভাবছে ঐশানি।যুদ্ধ হিংসার জঘন্য পরিস্থিতি মানব জীবনে কিভাবে ক্ষতি করে প্রজন্মের পর প্রজন্ম, তার বড় উদাহরণ জাপানের হিরোশিমা নাগাসাকি। আর তা নিয়ে শান্তির বার্তা সমেত অসাধারণ বিজ্ঞান মডেল তৈরি করেছে ঐশানি। আগামী দিনে শুধু ডাক্তার বা ইঞ্জিনীয়ার হওয়ার স্বপ্ন দেখে না ঐশানি– সৃজনশীলতাকে সঙ্গী করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তথ্য প্রযুক্তি বা আরও অন্য কোনো বিষয়ে গবেষণা ধর্মী কাজ করতে চায় এই মেধাবী ছাত্রী।দেশ নিয়েও ওর ভাবনা রয়েছে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও বাংলার ভাষা, সংস্কৃতিকে ও ভুলে যায়নি।ও সুন্দর রবীন্দ্র নৃত্য বা রবীন্দ্র সঙ্গীত করতে পারে।খবরের ঘন্টা ওর মেধা ও
প্রতিভাকে স্বীকৃতি জানিয়ে ওকে শিলিগুড়ি হাকিমপাড়ায় গিয়ে সংবর্ধনা প্রদান করেছে।