বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এই সরকারি স্কুল

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি মহকুমার বিধান নগরের আদর্শ স্কুল হল মুরলীগঞ্জ হাই স্কুল। সেই স্কুলের দূরবর্তী ছাত্র-ছাত্রী যেমন চট হাট, দাসপাড়া, ভৈষভিটা ইত্যাদি স্থানের জন্য শুরু হলো তিনটি নতুন বাসের। বিশিষ্ট সমাজসেবী কাজল ঘোষের হাত দিয়ে পতাকা নাড়িয়ে সেই বাসগুলির যাত্রার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতি খালকো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, সভাপতি এবং অন্যান্য সদস্যরা। করোনার পূর্ববর্তী সময়ে একটিমাত্র বাস দিয়ে যাত্রা শুরু হলেও ২০২৩ সালে ছটি এবং এই বছর আরো তিনটি মোট নটি বাস বিদ্যালয়ের তরফ থেকে চালু করা হলো। প্রতিটি বাসে ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী যাতায়াত করতে পারবে। বেসরকারি বিদ্যালয়ের মতো সিসিটিভির মাধ্যমে নজরদারির ব্যবস্থাও থাকছে বাসে। দূরবর্তী এলাকার জন্য বাস চালু হওয়াতে অভিভাবক ছাত্র-ছাত্রীরা খুবই খুশি। অভিভাবকদের জন্য এই বাসের ভাড়া দূরত্ব অনুযায়ী বহন করতে হয় এবং বেসরকারি বিদ্যালয়ের তুলনায় তা খুবই সামান্য। রাজ্যের অনেক সরকারি বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে যখন বন্ধ হয়ে যেতে বসেছে তখন মুরলীগঞ্জ হাই স্কুল সম্পূর্ণ বিপরীতভাবে বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে।প্রতি বছর ২৫ থেকে ৩০ জন ছাত্রছাত্রী বেসরকারি বিদ্যালয় থেকে এই হাইস্কুলে ভর্তি হচ্ছে। ২০১৩ সালে ইউনিসেফ এবং ভারত সরকার এই বিদ্যালয়ের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করে যা সার্ক সম্মেলনে কাঠমান্ডুতে প্রদর্শিত হয়। ওই একই বছরে পৃথিবীর ১৩ টি দেশের প্রতিনিধি যেমন জার্মান, ফিলিপাইন,নেপাল, ভুটান ইত্যাদি দেশ থেকে প্রতিনিধিরা এই মুরলীগঞ্জ হাই স্কুল পরিদর্শনে আসে। যেখানে সরকারি বিদ্যালয় গুলো ইংরেজি মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে যেতে বসেছে সেখানে মুরলীগঞ্জ হাইস্কুল দৃষ্টান্ত তৈরি করেছে।বহু মানুষ এই স্কুলের প্রতিভাবান প্রধান শিক্ষক সামসুল আলম এবং সমস্ত শিক্ষকশিক্ষিকাদের অবদানকে কুর্নিশ জানাচ্ছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :