কোথায় হারিয়ে গেলো পুরানো সেদিনের চিঠি, ডুয়ার্সের জঙ্গলে শ্রুতি নাটক

নিজস্ব প্রতিবেদন :চিঠি আসবে।বন্ধু তার বন্ধুকে দূর থেকে লিখেছে সেই চিঠি।সে চিঠিতে কত মন প্রান, ভালোবাসার কথা। কখনো চিঠি আসতো ডাকযোগে।পিওন বাড়ি এসে দিয়ে যেতেন, আবার বন্ধু হয়তো তার কোনো চেনা পরিচিতির হাত দিয়ে চিঠি পাঠিয়ে দিতো তার প্রিয় বন্ধুর কাছে।পুরানো সে দিনের কথা আর কি ভোলা যায়। চিঠিতে যোগাযোগ না হলে বন্ধুকে বহু দিন বাদে দেখা হলে সে কি আনন্দ। মন গেয়ে উঠতো,আহা কি আনন্দ,আকাশে বাতাসে। কিংবা মন গেয়ে উঠতো,দেখা যদি হলো সখা,প্রানের মাঝে আয়। অক্সিজেন মেশানো প্রানবন্ত সেই চিঠির দিনতো আর নেই। আজ আমাদের গ্রাস করেছে ডিজিটাল যুগ। সব পুরনো হিসেব ভেঙেচুরে দিয়ে আমাদের আজ জীবনের চলার পথের সঙ্গী মোবাইল, সোস্যাল মিডিয়া। এক সেকেন্ডে একটি মেসেজ।তারজন্য হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার,টেলিগ্রাম সহ আরও কত কি আছে। এই সব নিয়েই মঞ্চস্থ হলো শ্রুতিনাটক– সই কথা।
রচনা –জয়িতা সেন,
স্বরাভিনয়ে–জয়িতা সেন,নন্দিতা ভৌমিক, সুপর্না ভট্টাচার্য, সোমা চক্রবর্ত্তী।
সঙ্গীতে- -মৈত্রেয়ী বিশ্বাস
যন্ত্রানুসঙ্গীতে– অভিজিৎ রায় গাঙ্গুলী।ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গলের মাঝে অবস্থিত একটি রিসোর্টে শনিবার সেই নাটকটি মঞ্চস্থ হয়।ত্রিস্রোতা সাহিত্য ও সংস্কৃতি প্রবাহ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টার কালচারাল স্টাডিজ এন্ড রিসার্চ এবং এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম এর যৌথ উদ্যেগে শনিবার এবং রবিবার সেখানে চিন্তাবিদ ও লেখকদের শান্তি সন্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকদের নিয়ে প্রকৃতি, সাহিত্য ও সমাজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।সেখানে কবিতা পাঠের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এরমধ্যেই মমঞ্চস্থ হয় নাটক।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :