মেয়েদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে সেরা কোচের পুরস্কার পেলেন রাধারমন রায়

নিজস্ব প্রতিবেদন : আত্মরক্ষার জন্য মেয়েদের শিখতে হবে ক্যারাটে, জুডো,বক্সিং। আর মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো বিশিষ্ট প্রশিক্ষক শিলিগুড়ির রাধারমন রায়ও এবার পুরস্কৃত হলেন।
উত্তরপ্রদেশের আগ্রাস্থিত ফিরোজাবাদে
একলব্য ওপেন ন্যাশনাল তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ গত ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। শ্রী চৈতন্য টেকনো ইন্ডিয়া স্কুলে অনুষ্ঠিত সেই জাতীয় প্রতিযোগিতায়
সেলফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার মেয়েরা খেলতে যান। সেখানে সকলেই জয়ী হয়ে ফিরে আসেন।শিশুদের
সাফল্যে খুশি সেলফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার প্রশিক্ষক রাধারমন রায় এবং সেলফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার সকল সদস্য এবং অভিভাবকরা।
বর্তমান সময়ে নারীদের সুরক্ষার কথা ভেবে সেল্ফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার প্রশিক্ষক রাধারমন রায় বিভিন্ন স্থানে মেয়েদের বিনামূল্যে সেলফ ডিফেন্সের প্রশিক্ষন দিয়ে থাকেন। তাইকুন্ডো, ক্যারাটে, জুডো, বক্সিং, রেসলিং মার্শাল আর্ট, মিক্স মার্শাল আর্ট এবং নানান ধরনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ করিয়ে থাকেন তিনি।
সাব জুনিয়ার গার্লস পুমসেতে শ্রেয়া রায় গোল্ড মেডেল পেয়েছে,ক্যাডেট গার্লসে
তৃষা দাস ৫১ কেজি বিভাগে ফাইট করে রৌপ্য পদক পেয়েছে । ক্যাডেট গার্লস ৪১ কেজি বিভাগে চুমকি বর্মন ব্রোঞ্জ মেডেল পেয়েছে।
ক্যাডেট গার্লসের ৪৭ কেজি বিভাগে ছবি রায় সিলভার মেডেল জয়ী হয়েছে। এছাড়া সেরা কোচের পুরস্কার পেয়েছেন রাধারমন রায়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :