নিজস্ব প্রতিবেদন ঃ মহিলা, শিশুদের ওপর সামাজিক ও পারিবারিক হিংসা বন্ধ করা এবং মানব পাচার বন্ধ করতে শুরু হয়েছে সচেতনতার অভিযান। আর সেই সচেতনতার জন্য চলছে বিভিন্ন নাটক।
ওমেন সেফটি একসেলেটর ফান্ডের সহযোগিতায় এবং জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চা বাগানে পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়েছে মহিলা সুরক্ষা পক্ষ। দশই ডিসেম্বর পর্যন্ত চলবে এই
মহিলা সুরক্ষা পক্ষ ।
বিভিন্ন চা বাগানের পাশাপাশি ফালাকাটার কোচবিহার চা বাগানেও এ উপলক্ষে নাটক পরিবেশিত হলো।নাটকের নাম
“আচ্ছে সে রেহেনা” । মহিলা শিশুদের ওপর সামাজিক ও পারিবারিক হিংসা বন্ধ করতে এবং মানব পাচার ঠেকাতে এই নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদোক্তা ও দর্শকরা জানিয়েছেন ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-