তিস্তার চরে প্রত্যন্ত গ্রাম টোঁটগাও,মেঘ বিস্ফোরণের পর থেকে কষ্টে রয়েছে এই গ্রাম

নিজস্ব প্রতিবেদন ঃ সম্প্রতি পুজোর মুখে তিস্তায় মেঘ বিস্ফোরণ ঘটে। তাতে সিকিমের একাংশ এবং কালিম্পং জেলার একাংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভয়ংকর রূপ নেয় তিস্তা। তার প্রভাব এসে পড়ে ডুয়ার্সের মাল ব্লকের তিস্তা লাগোয়া বস্তি টোটগাঁওতে। ডুয়ার্সের এলেনবাড়ি চা বাগান থেকে সাত কিলোমিটার ভিতরে অবস্থিত ওই প্রত্যন্ত টোটগাঁও গ্রাম তিস্তা ভয়ংকর রূপ নেওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ভয়ানকভাবে। টোটগাঁও গ্রামের বাসিন্দাদের তরফে সেখানকার গোর্খা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ভিম শর্মা বিষয়টি গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশনের নজরে আনেন।শেষমেষ সেই ফাউন্ডেশনের তরফে রবিবার সেই প্রত্যন্ত টোটগাঁও বস্তিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শিলিগুড়ি থেকে চিকিৎসক ডাক্তার দিবাকর সিনহার নেতৃত্বে ওই গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করে ওষুধপত্র বিলি করা হয়। রেড্ডি ফাউন্ডেশন থেকে বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার জন্য সহযোগিতা করা হয়। সেখানে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোর্খা ওয়েলফেয়ার সোসাইটির বিকাশ পোখরেল ছাড়াও পঞ্চায়েত প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজসেবী রাজেন ছেত্রী, পঞ্চায়েত প্রতিনিধি ধীমা উপাধ্যায় দাহাল, অনুপ শর্মা উপস্থিত ছিলেন। তাছাড়া গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জ্ঞানেন্দ্র দাহাল, পদম ছেত্রী, উত্তম গুরুং, অসীম বন্দ্যে, গোপাল সাহা প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন। এর বাইরে জি এইচ আর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সভাপতি দীপিকা বন্দ্যে, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা, সহ-সভাপতি পম্পা রায়, আরতি তামাং, শম্পা সরকার, প্রীতি লামা, বিনয় প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। মধ্যপ্রদেশ থেকে আগত বিশিষ্ট সমাজসেবী অনুপ সাক্সেনাকেও সেখানে সম্মান জানানো হয়। তিস্তার চরে একেবারে প্রত্যন্ত এলাকায় অবস্থিত টোটগাঁও গ্রামের মানুষ খুব কষ্টে রয়েছেন। সেখানে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা জি এইচ আর পিস ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—