রাস পূর্নিমার আগে দরিদ্র অসহায়দের জন্য বস্ত্র এবং খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ রাস্তার ধারে পড়ে থাকা অসহায় ভবঘুরে মানুষদের পরিস্কার পরিচ্ছন্ন করে নিয়মিত সেবা দিয়ে আসছেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার। মল মূত্র নিয়ে পড়ে থাকা এবং পোকা হয়ে যাওয়া বহু মানুষের শরীর থেকে পোকা বের হয়।দুর্গন্ধের জেরে সেই সব মানুষকে অনেকেই দূর দূর করে তাড়িয়ে দেন।কিন্তু সেই সব অবহেলিত মানুষদের স্নেহের পরশ দিয়ে শিলিগুড়ি ও পাশ্ববর্তী এলাকায় রীতিমতো বিরল নজির তৈরি করেছেন পূজাদেবী।শুধু তাই নয়, বহু অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং অনাথ শিশুদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন পূজাদেবী।আর তাঁর এইসব কাজের খবর পেয়ে শনিবার শিলিগুড়ি সুভাষ পল্লীতে মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘ পূজাদেবীর সংস্থার হাতে কিছু বস্ত্র এবং ঠাকুরের প্রসাদ হিসাবে কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়।পূজাদেবী সেই সব বস্ত্র এবং প্রসাদের খাদ্য সামগ্রী এদিনই দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে বিতরন করেন।রবিবার রাস পূর্নিমাকে সামনে রেখে সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার তাঁরা ওই মানবিক কর্মসূচি গ্রহণ করেন বলে মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘের তরফে কবিতা বনিক জানিয়েছেন। এই মানবিক প্রয়াস নেওয়ায় পূজাদেবীও মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘের তারিফ করেন।কেও মানবিক মুখ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলে পূজাদেবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 8918354785
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-