বিশ্ব কাপ ক্রিকেটে ভারতীয় দল হেরে যাওয়ায় কেন মন খারাপ করছেন? শুনুন মন ভালো করা বাঁশির সুর

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত। ফলে ভারতবর্ষের নাগরিকদের মন ভালো নেই। অনেক মানুষতো আবার এই অবস্থায় ভারতীয় ক্রিকেটারদের গালমন্দ করছেন। এইরকম পরিস্থিতিতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রতিভাবান শিল্পী অভ্রজিৎ কুন্ডু সকলকে মন খারাপ না করে গান শোনার পরামর্শ দিচ্ছে। ভারত হেরে যাওয়ায় মনটা ভালো নেই অভ্রজিৎ এরও।তাই ও বাঁশিতে সুর তুলছে।মন ভালো করতে অভ্রজিৎ এর বাঁশির সুর শুনতে পারেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে তবলা, বাঁশি, মেলোডিকা,কী বোর্ড, খোল,ঢোল সবই বাজাতে জানে অভ্রজিৎ। ওর কথায়,বিশ্ব কাপের ফাইনালে হেরে গেলে হবে কি,গোটা বিশ্ব কাপেতো ভারতীয় ক্রিকেটারেরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। বিরাট কোহলিতো গোটা বিশ্ব কাপে সেরার সেরা। তাছাড়া ভারতীয় অন্য ক্রিকেটাররাও ভালো খেলেছেন সব ম্যাচে।রবিবারটা আসলে ভারতীয় দলের পক্ষে লাক ফেভার করেনি।কাজেই বিশ্ব কাপে হেরে গেলেও ভারতীয় দলের খেলোয়াড়দের একেবারেই গালমন্দ করতে রাজি নয় অভ্রজিৎ। পড়াশোনায় ওর যেমন মেধা রয়েছে তেমনই বাদ্য যন্ত্রের প্রতি ওর তীব্র অনুরাগ।তাছাড়া ও ক্রিকেট ভক্ত। সামনে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা থাকলেও রবিবার সারাদিন ধরে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উপস্থিত হয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছে শুভ্রজিৎ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–