ছট পুজোকে সামনে রেখে সঙ্গীত,নদী শুদ্ধ রাখার আবেদন

নিজস্ব প্রতিবেদন ঃ ছট পুজোর প্রস্তুতি শুরু হয়েছে নিষ্ঠা সহকারে। প্রচন্ড নিয়ম নিষ্ঠার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই পুজো অনুষ্ঠিত হয়। ছট ব্রতীরা এই পুজোকে সামনে রেখে ছট মা এর কাছে বিভিন্ন মানত করেন।অনেকের মানত বা প্রার্থনা মিলেও যায়।এই পুজোর জন্য অনেক ভোজপুরী সঙ্গীত রয়েছে ছট মাএর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শিলিগুড়ি চম্পাসারি নিবাসী লিলি জয়সওয়াল এদিন খবরের ঘন্টার দর্শকদের জন্য শুভ কামনা করে ছট মাইয়ার ওপর সঙ্গীত পরিবেশন করেন। নদীকে সবাই যাতে শুদ্ধ বা পরিস্কার রাখেন সেজন্যও লিলিদেবী সকলের কাছে আবেদন জানান সঙ্গীতের মাধ্যমে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—