আমেরিকার নিউ জার্সি থেকে শিলিগুড়ির পিছিয়ে পড়া গুলমা চা বাগানের শিশুদের অপুষ্টি দূর করার প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃ আমেরিকার মাটিতে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে তথা নিজ সন্তানদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ভাবনাকে বাচিয়ে রাখতে পাঁচ বছর আগে নিউজার্সির গুটি কয়েক প্রবাসী বাঙালি পরিবার যে উদ্যোগ গ্রহন করেছিল আজ তা মহীরুহে পরিনত হয়েছে। উত্তরবঙ্গ সহ পশ্চিম বাংলা থেকে কর্মসুত্রে আসা প্রবাসী বাঙালিরা গড়ে তুলেছে মরীচিকা বাঙালি এসোসিয়েশন নামে একটি সংস্থা । এবছর নিউজার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড সহ বিভিন্ন প্রান্তের শতাধিক পরিবার এই উদ্যোগে সামিল হয়েছে। সারাবছর ধরে বাঙালির চিরাচরিত ১২ মাসে ১৩ পার্বন খাঁটি বাঙালীয়ানা সংস্কৃতিকে সসম্মানে পালন করে থাকে। তারই অঙ্গ হিসেবে ৪ঠা নভেম্বর নিউজার্সির মার্লটনে ধুমধামের সঙ্গে পালিত হয়েছে বিজয়া উৎসব। ছিলো নানান ধরনের কর্মসূচি। নাটক নাচ গান কবিতা আবৃত্তি ইত্যাদিতে বড়দের পাশাপাশি প্রায় ১০০ কচিকাঁচা মেতে ওঠে । জয়ধ্বনি হয় বাঙালির সংস্কৃতির। মরীচিকা বাঙালি এসোসিয়েশনের প্রবাসী বাঙালিরা পিছিয়ে পড়া গরীব বাঙালি পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু করে এডুকেশন স্পনসর্ড কর্মসূচি আর শিলিগুড়ির নিকটে অবস্থিত গুলমা চা বাগানের শিশুদের লার্নিং সেন্টার যেখানে পড়াশোনার পাশাপাশি অপুষ্টি দূরীকরণের জন্য নিয়মিত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে । উভয় কর্মসূচির দৌলতে উপকৃত হচ্ছে প্রায় ১০০ টি পরিবার ও তাদের সন্তানরা। এডুকেশন স্পনসর্ড এর দৌলতে কেউ নীলরতন মেডিকেল কলেজে পড়ছে, কেউবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্স বিভাগে। কেউ কেউ মাধ্যমিক- উচ্চমাধ্যমিকে দারুণ রেজাল্ট করে পড়াশোনাকে পাথেয় করে এগিয়ে চলছে। মাত্র কয়েক বছরে তাদের এই সমাজকল্যাণমূলক ভাবনা বেশ সাড়া ফেলেছে। একদিকে সুদূর আমেরিকায় বাঙালি সংস্কৃতিকে সসম্মানে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বাংলার পিছনে পড়া শিশুদের জন্য কিছু করার চেষ্টা এই উভয়মুখি কর্মসূচিতে যুক্ত হতে পেরে বেশ খুশি নিউজার্সির । মরীচিকা বাঙালি এসোসিয়েশনের সদস্য- সদস্যরা। এসোশিয়ানের সভাপতি অরুনাভ সাহা জানান, আগামীতে আরো অনেক বেশি প্রবাসী বাঙালি পরিবারকে যুক্ত করা এবং পরবর্তী প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে রপ্ত করার বিভিন্ন প্রয়াস গ্রহণ করার পাশাপাশি পিছিয়ে পড়া বাঙালি পরিবারের পাশে দাড়ানোর মহতি কাজকে ক্রমশ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—