নিজস্ব প্রতিবেদন ঃ ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি একটি আলাদা রকমের ভালোলাগা ছিল। সেই সঙ্গে স্বপ্নও ছিল ভারতের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা। আসন্ন ডিআইসিসি টি২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় ডেফ ক্রিকেট দল ঘোষনা করেছে। সেখানে ১৫ জনের দলে জলপাইগুড়ি ডেফ ক্রীড়া সংস্থার সদস্য মুন্না সরকার বা অনন্তর নাম উঠেছে । মুন্নার পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ক্রিকেট অন্তপ্রাণ ছিল তাঁর। তাঁর আদি বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর। তবে বর্তমানে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বিনয় মোড়ে থাকেন। ২০০২ সালে মুন্নার তিন দিনের জ্বর হয়েছিল। এরপর থেকে তিনি আর কানে শুনতে পেতেন না এবং ধীরে ধীরে তাঁর কথা বলাও জড়িয়ে আসতে থাকে। কিন্তু ক্রিকেট খেলা ছাড়েননি। দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়াশোনার পর শিলিগুড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ার পর খেলার জন্য আর পড়াশুনা করা হয়ে ওঠেনি। ২৮ বছর বয়সী মুন্না সরকার বলেন, আমার আর্থিক অবস্থা ভালো নয়, মা লোকের বাড়িতে রান্না করে টাকা জমিয়ে ২০১৫ সালে শিলিগুড়িতে গিয়ে জাগরণী ক্লাবে ভর্তি করান।আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি ক্রিকেট লিগে খেলে সিএবির দ্বিতীয় ডিভিশন ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে বাংলার ডেফ ক্রিকেট টিমের হয়ে বাংলাদেশে খেলে এসেছেন। ২০২১ সালে বাংলা ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে তিন বছর খেলেছেন। ২০২২ সালে ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন মুন্না। এবার ট্রাই নেশন সিরিজে ভারতীয় ডেফ ক্রিকেট টিমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। ডানহাতি অলরাউন্ডার মুন্না বলেন, এখন জাভেদ ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করি। দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমার পরিবার সহ আমার ক্রিকেট প্রশিক্ষকরা আমাকে সবসময় সহযোগিতা করেছেন। খেলাধুলার সরঞ্জাম নিজের খরচে কিনতে হবে আর কোনো স্পন্সর নেই। সবার সহযোগিতা বা স্পন্সর পেলে আমি খুশি হতাম। মুন্নার বাবা মাধব সরকার শিলিগুড়িতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আর মা ঝর্ণারানী সরকার রান্না করেন। তিনি বলেন, ভারতীয় ডেফ ক্রিকেট দলে বিশ্বকাপে আমার ছেলে সুযোগ পেয়েছে। দারুন খুশির খবর । সদ্য সমাপ্ত ওড়িশার ভুবনেশ্বর অনুষ্ঠিত সপ্তম টি২০ জাতীয় ডেফ ক্রিকেট খেলায় অলরাউন্ডার মুন্না মোট ১৪৪ রান ও আট উইকেট পেলে ভারতীয় দলে জায়গা করে নেন। ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বাংলা ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন মুন্না । জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার তরুণ সদস্য মুন্না সরকারের ভারতীয় ডেফ ক্রিকেট দলে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ার পর জেলা ডেফ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অভিষেক বসু বলেন, আশা করছি আরো পারফরম্যান্সে উন্নতি করতে পারবে মুন্না । মুন্না আগামী ১৫-৩০ নভেম্বর দিল্লিতে ভারতীয় ডেফ ক্রিকেট দলে ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন। তারপর ১লা ডিসেম্বর কাতার দোহাতে উড়ে যাবেন একথা জানিয়েছেন জেলা ডেফ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অভিষেক বসু।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—