নিজস্ব প্রতিবেদন ঃ পুজোর মুখে অবাক করে দেওয়ার মতো আরও শ্রদ্ধার কাজ করে বসলেন পূজা মোক্তার নামের এই মহিলা।তিনি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার। আমরা সবাই জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামীজির ভাষন উচ্চারণ করি।কিন্তু ভাষনেই সার।বাস্তবে কতটা মানুষের সেবা করি? রাস্তার ধারে ভবঘুরেদের অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা নাকে রুমাল চাপা দিয়ে, না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই।তথাকথিত শিক্ষিত পন্ডিত মানুষরাও একাজ করেন।কিন্তু ষষ্ঠ শ্রেনী উত্তীর্ণ এক মহিলা সব হিসাব ওলটপালট করে দিলেন।স্বামীজির ভাষনের বাস্তব প্রয়োগ করলেন বেশি বেশি করে। রাস্তার পাশে পড়ে থাকা ভবঘুরেদের চুল দাড়ি কেটে, স্নান করিয়ে ভাত খাইয়ে তিনি হাসপাতালে পৌঁছে দিচ্ছিলেন। এবার রবিবার থেকে পূজাদেবী খোদ ভবঘুরেদের ফুল বেলপাতা দিয়ে পুজো শুরু করলেন।এদিন মেডিকেল মোড়ে এক মহিলা ভবঘুরেকে তিনি পরিস্কার করে ফুল বেলপাতা দিয়ে পুজো দেন।এরপর সেই মহিলাকে তিনি যত্নের সঙ্গে বস্ত্র পড়িয়ে স্নান করিয়ে দেন। পূজা মোক্তার বলেন,সামনে পুজো আসছে।তিনি এভাবেই ভবঘুরে থেকে শুরু করে অন্য অসহায় অনগ্রসর মানুষদের ফুল বেলপাতা দিয়ে পুজো করার পর বস্ত্র তুলে দেবেন।অসহায় অনগ্রসরদের পুজো দিয়ে তিনি খাদ্য তুলে দেবেন পুজোর মধ্যে। মানুষের পুজোই হলো ঈশ্বরের পুজো। আর এভাবেই পূজা মোক্তার অন্যরকম মানবতার পুজো কর্মসূচি শুরু করে আলোড়ন ফেলে দিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—