নিজস্ব প্রতিবেদন ঃ এগিয়ে আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো। দুর্গাপুজো মানে সকলকে নিয়ে একসঙ্গে মেলবন্ধনের মাধ্যমে এগিয়ে চলা। যেমন নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীরাও অচ্ছুত নয়। কারণ সেখানকার মাটি নিয়ে এসে কিন্তু দুর্গা প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। পুজো মানে সকলের অংশগ্রহণ। গুরুজন, প্রতিবেশী, দুঃস্থ মানুষ সকলকে নিয়ে একসঙ্গে পথ চলা। শারদীয়া পুজোর ভাবনায় এমন সব কথাই মেলে ধরলেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল। তিনি আরো বললেন,পুজো মানে মায়েদেরকে এগিয়ে দেওয়া। মায়েরা যত এগিয়ে যাবে ততই দেশ ও সমাজের উন্নতি হবে। ডাক্তার শীর্ষেন্দু পাল বলেন, তারা চেষ্টা করছেন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের পক্ষ থেকে শিলিগুড়ির সেরা পুজোগুলোকে বেছে নেওয়ার। কোন পুজো আধ্যাত্মিকতা ও ভক্তি নিষ্ঠায় এগিয়ে, কোথায় থিম পুজো বিশেষভাবে হচ্ছে, কোথায় পরিবেশ ও স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেইসব দিক বিচার করে তারা পুজোর কিছু পুরস্কার দেওয়া যায় কিনা তার চিন্তাভাবনা করছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-