নিজস্ব প্রতিবেদন ঃ নিজেও হাসুন অন্যকেও হাসিতে ভরিয়ে তুলুন।শারদ উৎসব আপনার পয়সা আছে বলে আপনি শুধু নিজে আনন্দ করবেন না,আনন্দকে ভাগ করে নিন।আপনার আশপাশে কোন শিশু দুঃখী, কোন বয়স্ক মানুষটা কষ্টে আছেন তাদের দুঃখে সামিল হউন।কাকা পিসি মামা মাসি আর প্রতিবেশী, তাদের সকলের স্নেহ ভালোবাসায় আনন্দ হয় বেশি। পুজোর ভাবনায় এমন সব কথা জানালেন বিশিষ্ট সমাজসেবী তরুণ কুমার মাইতি। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এর কর্নধার তরুনবাবু।এই মানসিক রোগে আক্রান্তদের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার কাজ করছেন তরুনবাবুরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—