শারদীয়ার প্রাক মুহুর্তে স্বরচিত কবিতা, গল্প নিয়ে জমে উঠলো অন্যরকম সাহিত্য আলোচনার অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ বাংলার শারদীয়া দুর্গা পুজো মানে সাহিত্য সংস্কৃতির আড্ডা। পুজো মানে লেখালেখি। পুজো মানে পত্রিকা প্রকাশনা এবং লেখালেখিতে আরো শান দিয়ে নিজের উদ্ভাবনী ক্ষমতাকে ঝালিয়ে নেওয়া। সেদিকে তাকিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি শক্তিগড় বালিকা বিদ্যালয়ে কাব্যের জলসাঘরের মোড়ক উন্মোচন হল। শিলিগুড়ি কাব্য সৃজন পরিষদ সেই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের নাম ছিল আগমনী উৎসব ১৪৩০। সেখানে সাহিত্য আলোচনার পাশাপাশি কবিকণ্ঠে কবিতা পাঠ এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, মালদা, হুগলির উত্তরপাড়া, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা অংশ নেন। এই অনুষ্ঠানের মূল আয়োজক কাব্য সৃজন পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক উত্তম দত্ত। অনুষ্ঠানে বিভিন্ন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন যা শারদীয়ার প্রাক মুহূর্তে অন্য মাত্রা পায়। অনুষ্ঠানে বিভিন্ন কবি, সাহিত্যিক ও লেখককে সংবর্ধনা জানানো হয়। সেখানে খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মিঠু ঘোষ, শিবানী চ্যাটার্জী, সঞ্জয় কুমার দাস, গৌতম পাল প্রমূখ জানান, তারা ১৩০০জন সাহিত্যপ্রেমী মানুষ একসঙ্গে রয়েছেন। কবিতা, গল্প, উপন্যাস, অনুগল্প সহ অন্যান্য সাহিত্য রচনার মাধ্যমে একটি ইতিবাচক ভাবনার পরিবেশ তারা চারদিকে ছড়িয়ে দিতে চান। সেই দিকে তাকিয়ে বৃহস্পতিবার তাদের সেই অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক লেখকরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ খুশি। তারা সকলেই কৃতজ্ঞতা জানান সাহিত্য অনুরাগী তথা লেখক এবং কাব্য সৃজন পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক উত্তম দত্তের প্রতি। অনুষ্ঠানে খবরের ঘন্টার সম্পাদকের হাতে উত্তম দত্তের একক কাব্যগ্রন্থ বর্ণের আঁকিবুঁকি এবং উত্তম দত্ত ও স্বপন কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত বই কাব্যের জলসাঘর তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষা জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাজিব প্রামানিক।তাছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ারের অধ্যক্ষ ডঃসুভাষচন্দ্র রাউত, শক্তিগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুষমা পাল রায়, ফনিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ তারাপদ রায় এবং কাব্য সৃজন পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক উত্তম দত্ত।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—