
নিজস্ব প্রতিবেদন ঃ গত ১৬ সেপ্টেম্বর থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন ধরে ভারত স্কাউটস এন্ড গাইডস এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি দুধাজোতের তরাই বি এড কলেজে।
সংস্থার দার্জিলিং জেলা এসোসিয়েশনের অধীনে শিলিগুড়ি সাব আরবান লোকাল এসোসিয়েশন খড়িবাড়ির দুধাজোতের শিলিগুড়ি তরাই বি.এড কলেজে ইউনিট লিডারদের জন্য ওই বেসিক কোর্স এর আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। শিবিরে বিগিনার্স কোর্স,
কাব মাস্টার, স্কাউট মাস্টার, গাইড ক্যাপটেন ও রেঞ্জার লিডার এর মোট পাঁচটি কোর্সে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ১১৮ জন মহিলা ও পুরুষ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন । পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্য মিলিয়ে মোট ১১জন পুরুষ ও মহিলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে
প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণ শিবির পরিচালনায় সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিলিগুড়ি তরাই বি.এড. কলেজ কর্তৃপক্ষ ও শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–
