নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের মধ্যে থাকা তামসিক এবং রাজসিক ভাব সংহার করে সাত্বিক ভাব জাগরনের জন্য দেবী দুর্গা পৃথিবীতে আসেন।আর খোদ ভগবান দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন। যখন অধর্ম চরম থেকে চরম আকার নেয়, যখন অশুভ বা অসৎ শক্তি ভয়ানক আকার ধারন করে, যখন শুভ শক্তি বা সৎ সজ্জন মানুষেরা চরম কষ্টে পড়েন তখন খোদ ভগবানের প্রতিনিধি পৃথিবীতে আবির্ভূত হন। সেই হিসাবে এবার এই কলি যুগে কল্কি অবতার হিসাবে ঈশ্বরের আসার কথা। শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস তাঁর পুজো ভাবনা জানাতে গিয়ে এইসব বক্তব্য মেলে ধরার সঙ্গে সঙ্গে বলেন,শাস্ত্র অনুযায়ী কলি যুগের আয়ু চার লক্ষ ৩২ হাজার বছর।বলা হয়েছে, কলি যুগের শেষ পর্যায়ে ঈশ্বর আবির্ভূত হবেন কল্কি অবতার রুপে। সেই হিসাবে কলি যুগের সময় পার হয়েছে পাঁচ হাজার বছর।এখনো প্রায় চার লক্ষ ২৭ হাজার বছর আয়ু রয়েছে এই কলি যুগের।ফলে আরও অবক্ষয়, আরও অনেক অধঃপতন দেখা যাবে পৃথিবীতে। যখন অধর্মের উত্তাপে পৃথিবী আরও উত্তপ্ত হয়ে উঠবে তখন প্রকৃতির নিয়মে ঈশ্বর আবির্ভূত হয় বারিধারা মানে শান্তি মানে সৎ ভাব প্রতিষ্ঠা করে নতুন যুগের সূচনা করবেন।আসন্ন শারদীয়া দুর্গোৎসবের নবরাত্রি পালনের প্রস্তুতি শুরু হয়েছে শিলিগুড়ি ইসকনেও।সেখানে দেবী দুর্গা জগন্নাথ মন্দিরে মা বিমলা রুপে পূজিতা হন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-