নাটক প্রচারে নতুন উদ্যোগ,টট রেডিও

নিজস্ব প্রতিবেদন ঃ গত ৯ সেপ্টেম্বর শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রামকিঙ্কর হলে টাইমস অফ থিয়েটারের আয়োজনে এবং অপটোপিক শিলিগুড়ির সহায়তায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। টাইমস অফ থিয়েটার নাটক নিয়ে কাজ করে। এই টাইমস অফ থিয়েটার একটি নাটকের রেডিও তৈরি করেছে যার নাম টট রেডিও। এই রেডিও শুধুমাত্র নাটক এবং নাটক সংক্রান্ত সবকিছু প্রচার করছে।এক নতুন ভাবনা। এই মুহূর্তে এটি একমাত্র রেডিও যা নাটকের সংরক্ষণ নিয়ে ভাবনাচিন্তা করছে। এই রেডিও এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি মানে ডাউনলোড করলেই শোনা যায়। কোন অর্থ মূল্য লাগেনা। এই রেডিওতে যাতে উত্তরবঙ্গের নাটকের দলগুলি অংশগ্রহণ করতে পারে তার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর হলে। আলোচনাসভায় উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, দেবাশীষ মজুমদার, সৌমিত্র বসু, সীমা মুখোপাধ্যায় এবং চন্দন সেনের মতো নাট্য ব্যক্তিত্ব। তারা সকলেই কলকাতার খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব। আলোচনার বিষয় ছিল নাট্যের সংরক্ষণের প্রয়োজন নেই। শিলিগুড়ির পরিবেশপ্রেমী সংস্থা অক্টোপিক এই নাট্য সংরক্ষণের পাশে দাঁড়িয়েছে। টাইমস অফ থিয়েটার থেকে অধিকর্তা শুভময় বসু এবং অপটোপিকের বিশিষ্ট পরিবেশবিদ দিব্যজ্যোতি চক্রবর্তী এই খবর জানিয়েছেন। সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়তে নাটকের জুড়ি নেই। সেখানে রেডিওর মাধ্যমে নাটক এক কথায় অনবদ্য। নাট্যপ্রেমী মহল থেকে শুরু করে অন্য সংস্কৃতিপ্রেমীরাও নাটক সংরক্ষণের এই ভাবনাচিন্তাকে স্বাগত জানাচ্ছেন।
অনুষ্ঠান শুরু হয় মহিলা পরিচালিত স‌ংস্থা সৌমীর উদ্বোধনী সংগীত দিয়ে।সংগীত পরিচালনায় ছিলেন সত্যজিৎ মুখার্জি , গ্রুপ পরিচালনায় ছিলেন শ্রাবনী চক্রবর্তী।
অক্টোপিক এর তরফে উপস্থিত ছিলেন দীপোজ্যোতি চক্রবর্তী , অচিন্ত্য গুপ্ত , সঞ্জয় আগরওয়াল, সন্তু দত্ত, সুব্রত মিত্র ।
এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিভিন্ন নাট্য গ্রুপের নাট্যব্যক্তিত্বরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—