নিজস্ব প্রতিবেদন ঃ দেশের জাতীয় পতাকার রঙটা কেমন,কিভাবে আঁকা যায় জাতীয় পতাকা, শেখানো হচ্ছে ওদের। শুধু জাতীয় পতাকা কেন,লাল নীল হলুদ লাল সবুজের রং তুলিতে ওরা আরও বহু কিছু শিখছে।বিশেষভাবে সক্ষম ছাত্রীদের মূল স্রোতে ফেরানোর ভাবনায় এ এক ব্যতিক্রমী মানবিক প্রয়াস শুরু হয়েছে শিলিগুড়ি রবীন্দ্র নগর গার্লস হাইস্কুলে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্মা তাঁর স্কুলের সব শিক্ষিকাদের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি শুরু করেছেন তাদের স্কুলে।প্রধান শিক্ষিকার সেই মানবিক প্রয়াসের জেরে বেশ খুশি স্কুলের অভিভাবকরাও। প্রধান শিক্ষিকা বলেন,তাঁরা চাইছেন বিশেষভাবে সক্ষম ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি হাতের কাজও শিখুক।বিশেষভাবে সক্ষম এই ছাত্রীরা অঙ্কন চর্চায় পারদর্শী হলে ওরা যেমন মূল স্রোতে ফিরতে পারবে তেমনই ভবিষ্যতে কিছু একটা করে স্বনির্ভরও হতে পারবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—