বৃক্ষরোপন,রক্তদান,বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ দিবস

নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা সেপ্টেম্বর শুক্রবার ছিলো পুলিশ দিবস।এ-উপলক্ষ্যে বিভিন্ন স্থানে অনুষ্ঠানে হয়।তার কিছু কিছু অংশ এই প্রতিবেদন মেলে ধরা হলো–
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট শুক্রবার পুলিশ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে । এদিন প্রথমে মাল্লাগুড়ি পুলিশ লাইনে বৃক্ষ রোপনের আয়োজন করা হয় ।সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই অনুষ্ঠানের পর কাওয়াখালি ট্রাফিক পয়েন্ট থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
পুলিশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি‌ জেলা পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কোতোয়ালি থানায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে‌ উমেশ গণপত সেই রক্তদান শিবিরের উদ্বোধন করেন । রক্তদান শিবির সফল করতে এগিয়ে আসেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক।
পুলিশ দিবস উপলক্ষে কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সেই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে । এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজসহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—