নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ২৭ আগস্ট থেকে রাধা কৃষ্ণের ঝুলন উৎসবের শুভ সূচনা হলো। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই ঝুলন উৎসব ।শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, তাদের ইসকন মন্দিরে প্রতিদিন বিকাল সাড়ে চারটে থেকে রাত আটটা পর্যন্ত ঝুলন অনুষ্ঠান হবে। ইসকন ভক্তরা বলেন,রাধাকৃষ্ণের দোলনায় দোলার প্রেমলীলা দ্বাপর যুগে শুরু হয়েছিল। বৃন্দাবনে রাধাকৃষ্ণ সখা সখীদের নিয়ে দোলনায় মেতে উঠতেন, তার থেকেই এই ঝুলন উৎসবের সূচনা হয়। জ্যোতিষ শাস্ত্রবিদরা বলেন, এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে যেকোনো কাজকপ শুভ বলে বিচার করা হয়। রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দোলাতে পারাটা খুবই শুভ বলে উল্লেখ করা হয়েছে। তবে দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিস্টি বিতরন করে পুজো করা যেতে পারে। একইসঙ্গে পুজো দেওয়ার সময় হলুদ বস্ত্র পরিধান করে পুজো দিলে ভালো। ঝুলন পূর্ণিমা উপলক্ষে অনেক শিশু কিশোর বাড়িতে বিভিন্ন মডেল তৈরির মাধ্যমে সৃজন কাজে মেতে ওঠে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—